বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বার্লিন চলচ্চিত্র উৎসবে ট্রাম্পের কড়া সমালোচনা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪০

শুরু হয়েছে অন্যতম পুরোনো চলচ্চিত্র উৎসব বার্লিন চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বার্লিনে পর্দা ওঠে উৎসবের ৭৫তম আসরের। জার্মান নির্মাতা টম টাইকওয়ারের ‘দ্য লাইট’ ছবিটি প্রদর্শিত হয় উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে।

‘রান লোলা রান’, ‘হেভেন’, ‘পারফিউম: দ্য স্টোরি অব আ মার্ডারার’ ইত্যাদি আলোচিত সিনেমা বানিয়েছেন টম টাইকওয়ার। ‘ব্যাবিলন বার্লিন’-এর মতো প্রশংসিত সিনেমারও নির্মাতা তিনি। এবার টম বানিয়েছেন ‘দ্য লাইট’। জার্মানিতে সিরিয়ার এক শরণার্থীর গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ১৬২ মিনিটের ‘দ্য লাইট’ দিয়েই দীর্ঘ বিরতি ভেঙে চলচ্চিত্র নির্মাণে ফিরেছেন ৫৯ বছর বয়সী নির্মাতা।

‘দ্য লাইট’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণভালুকের জন্য লড়বে ১৯টি সিনেমা। মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরির দায়িত্ব পালন করবেন মার্কিন নির্মাতা টড হেইঞ্জ।

উৎসব নিয়ে তিনি এএফপিকে বলেন, ‘এখন নির্মাতারা একধরনের সংকটের মধ্যে আছেন। ডোনাল্ড ট্রাম্পকে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখা তাদের জন্য আশঙ্কার।’ এই নির্মাতা বলেন, ‘বার্লিন উৎসব বরাবরই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশে সাহসী ভূমিকা রাখে।’

লাল গালিচায় ফ্যান বিংবিং। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার রাতে চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মানসূচক ‘স্বর্ণভালুক’ পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন। পুরস্কার গ্রহণ করে দেওয়া প্রতিক্রিয়ায় নাম উল্লেখ না করেই গাজার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের কড়া সমালোচনা করেন ৬৪ বছর বয়সী অভিনেত্রী। টিলডা বলেন, ‘রাষ্ট্রীয় মদদে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই গণহত্যা আমাদের দেখতে হচ্ছে।’

কিছুদিন আগেই ট্রাম্প বলেছিলেন, তিনি গাজা খালি করে এখানকার সব বাসিন্দাকে প্রতিবেশী দেশ মিসর ও জর্ডানে পাঠাতে চান। মনে করা হচ্ছে, বার্লিনে সেই মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন টিলডা। এ ছাড়া বিশ্বজনীন উৎসবে পরিণত হওয়ার জন্য বার্লিনের প্রশংসা করেন অভিনেত্রী।

বার্লিন চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ২৩ ফেব্রুয়ারি।

ইত্তেফাক/এসএ
 
unib