বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

স্বামীকে বাঁচাতে এগিয়ে এলেন স্ত্রী, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুজনের

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫০

গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫) ও তার স্ত্রী ফেরদৌসি আক্তার (৪০)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। দুজনই গাজীপুরের কাপাসিয়া থানার বারিষাব ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্বজনরা জানান, বিকালে শহীদুল্লাহ বাড়ির পাশে ছোট একটি পুকুর থেকে মাছ ধরতে পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। মোটরটি চালু করতে গেলে গিয়ে শহীদুল্লাহ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা স্ত্রী ফেরদৌসি এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।গুরুতর অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই ) আব্দুল হালিম বলেন, স্বজনরা দম্পতির মরদেহ থানায় নিয়ে এসেছিল। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ওই দম্পতির ছেলে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

ইত্তেফাক/এপি
 
unib