শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

পতাকা বৈঠক

বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধরের ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৯

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পাঁচ নাগরিককে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। সেইসঙ্গে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তারা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির প্রতিবাদের মুখে এসব আশ্বাস দেয় বিএসএফ। 

বিজিবি ও সীমান্ত সূত্রে জানা গেছে, শনিবার দুপুর পৌনে ২টার দিকে ফুলবাড়ীর নাওডাঙা ইউনিয়নের গোরকমন্ডল নামাটারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯২৯ এর সাব পিলার ৪ এস এর কাছে বাংলাদেশি আব্দুল্লাহ নামে এক বাসিন্দার উঠানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে ১৫ জন বিজিবির সদস্যের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম এবং ১০ জন বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অমিত কুমার। এ সময় বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধরের ঘটনায় কড়া প্রতিবাদ জানায় বিজিবি।

বৈঠকের বরাতে বিজিবি জানায়, বিজিবি কড়া প্রতিবাদ জানিয়েছে। সার্বিক ঘটনার জন্য বিএসএফ দুঃখ প্রকাশ করেছে। তারা জানিয়েছেন ওই বিএসএফ সদস্যরা কাশ্মির ফ্রন্ট থেকে এই অঞ্চলে নতুন এসেছেন। বাংলাদেশে ঢুকে পড়ার বিষয়টি তারা বুঝতে পারেননি বা খেয়াল করেননি। অভিযুক্তদের বিরুদ্ধে নিজস্ব আইনে ব্যবস্থা নেবে বিএসএফ। সেই সঙ্গে ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সেই আশ্বাসও দিয়েছে বিএসএফের প্রতিনিধি দল।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম জানান, বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। এমনটা আর হবে না বলেও জানিয়েছে। 

বৈঠক শেষে বিকাল সাড়ে ৩টার দিকে ৯৩০ এর সাব পিলার ৮ এসের পাশে ঘটনাস্থল পরিদর্শন করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম। এ সময় সীমান্তবাসীর উদ্দেশ্যে তিনি জানান, বর্তমানে সীমান্তের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আপনাদের সমস্যা নেই। আপনারা নির্ভয়ে সীমান্তে থাকা ফসলি জমিতে কাজ করবো।

এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টায় ফুলবাড়ী উপজেলার নাওডাঙা ইউনিয়নের পশ্চিম বালাতারী সীমান্তের সীমান্ত পিলার ৯৩০ এর ৮ এস পিলারের কাছ দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে বিএসএফের ৫ সদস্য। এ সময় তারা পশ্চিম বালাতারী গ্রামে ঢুকে পাঁচজন বাংলাদেশিকে মারধর করে। পরে এলাকাবাসীর তোপের মুখে ফিরে যায়।

ইত্তেফাক/জেডএইচডি
 
unib