কক্সবাজারের টেকনাফ পাহাড় থেকে শফি বাহিনীর সেকেন্ড কমান্ডার মো. নুরের (২৫) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পিছনের শাল বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মো. নুর টেকনাফ রেজিস্ট্রার ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা। তিনি রোহিঙ্গা ডাকাত মো. শফির সেকেন্ড কমান্ডার। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
ওসি বলেন, শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পিছনের শাল বাগান পাহাড় থেকে মো. নুর নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার যুবক রোহিঙ্গা ডাকাত মো. শফি বাহিনীর সেকেন্ড কমান্ডার হিসাবে পরিচিত। অভিযোগ রয়েছে তিনি অপহরণ ও ডাকাতির সঙ্গে জড়িত।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তার নিয়ে মো. নুর খুন হতে পারেন। পাহাড় থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো প্রক্রিয়াধীন।