বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

সীমান্তে বিএসএফের বাধার মুখে রেলওয়ে কালভার্টের সংস্কার বন্ধ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১০

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধার মুখে রেলওয়ে কালভার্টের সংস্কার কাজ বন্ধ। বিএসএফ আর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বৈঠকেও এর সুরাহা হয়নি।

এদিকে সংস্কার কাজে বাধা দেওয়ায় ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। আর সংকট কাটাতে কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি।

দিনাজপুরের হিলিতে ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এ রেললাইন ব্রিটিশ আমলে তৈরি। সপ্তাহখানেক আগে এ রেলপথের একটি কালভার্ট সংস্কারের উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। এজন্য ইট, বালু, সিমেন্টও আনা হয়। তবে কাজ শুরুর কিছুক্ষণের মধ্যে বিএসএফের বাধার মুখে বন্ধ হয়ে যায়।

এ নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছে বিজিবি। এর পর গতকাল শনিবার কাজ শুরু করতে গেলেও বাধা দেয় বিএসএফ।
 
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে সীমান্ত এলাকায় বৈঠক করতে দেখা যায় বিজিবি-বিএসএফের সদস্যদের। এর পর থেকে কালভার্টের কাজ করতে দেখা যায়নি আর। এ দেশের সীমানার মধ্যে যে কাজই শুরু হোক না কেন, তাতে ভারত তো বাধা দিতে পারে না। এর আগে রেলের কাজ শুরু করতে চাইলেও সেখানে বাধা দেওয়া হয়।

জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, এরই মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে ভারত তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিলেও কালভার্ট নির্মাণে বাধা দেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।

এ রেললাইন দিয়ে দিনে অন্তত ২৪টি ট্রেন যাতায়াত করে।

ইত্তেফাক/পিএস
 
unib