বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত ১

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৮

কুষ্টিয়া শহরের প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক পারাপারের সময় বালিভর্তি ট্রলির ধাক্কায় প্লে শ্রেণীর শিক্ষার্থী ইব্রাহিম (৫) নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার দাদি আনোয়ারা (৫০)। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম প্রতীতি বিদ্যালয়ের প্লে শ্রেণীর ছাত্র ছিল। সে সদর উপজেলার বটতৈল গ্রামের সোনা মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশু ইব্রাহিম তার দাদীর সাথে স্কুলে আসার সময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অতিক্রমকালে বালু বোঝাই অবৈধ ট্রলি তাদের দুজনকে ধাক্কা দেয়। এতে ইব্রাহিম সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় ইব্রাহিমের দাদী আনোয়ারা (৫৫) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনতা বালুবাহী ট্রলিতে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি সড়কে ব্যারিকেড সৃষ্টি করে ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভ করে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত ট্রলির আগুন নেভায়। 

কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রলি জব্দসহ হেলপারকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

ইত্তেফাক/এএইচপি
 
unib