শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

‘যদি আমি নির্বাচিত হই, হজযাত্রী প্রতি ৩০ হাজার টাকা অতিরিক্ত নেব’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৩

আসন্ন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নির্বাচনের প্রার্থী প্যানেলপ্রধান সৈয়দ গোলাম সরোয়ার প্রকাশ্যে ঘোষণা করেছেন, তিনি নির্বাচিত হলে হজযাত্রীদের কাছ থেকে ৩০ হাজার টাকা অতিরিক্ত আদায় করবেন এবং তা ‍সবাই মিলে ভাগ করে নেবেন।

গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) হাব নির্বাচনের নির্বাচনী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘যদি আমি নির্বাচিত হই, তাহলে হজযাত্রী প্রতি ৩০ হাজার টাকা অতিরিক্ত নেব এবং তা আমরা ভাগ করে নেব।’

এ ধরনের অনৈতিক ঘোষণা দেওয়ায় হাব সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

হাব সদস্যরা বলেন, ‘আমরা আল্লাহর মেহমানদের সেবা করার কাজে নিয়োজিত। এটি শুধু ব্যবসা নয়, আমাদের জন্য একটি পবিত্র দায়িত্ব। তবে সৈয়দ গোলাম সরোয়ারের সিন্ডিকেট করে হজযাত্রীদের থেকে অতিরিক্ত টাকা আদায়ের পরিকল্পনা গ্রহণ করা মানে হলো এই পবিত্র কাজকে কলুষিত করা। সাধারণ হজ এজেন্সির মালিকরা এমন ঘৃণিত কাজ হতে দেবে না।’

হাবের সাবেক সাংস্কৃতিক সচিব মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, ‘হাব সবসময় সিন্ডিকেট মুক্ত ছিল। আমরা গোলাম সরোয়ারের এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। হজযাত্রীদের প্রতি এমন অনাচারের পরিকল্পনা আল্লাহ সহ্য করবে না।’

হাবের সাবেক সহসভাপতি মাওলানা ফজলুর রহমান বলেন, ‘আমরা সরোয়ারের এহেন পরিকল্পনার ঘোরবিরোধী। আমরা তা হতে দেব না।’

সিন্দবাদ টুরসের মালিক আলহাজ জামাল হোসেন বলেন, ‘বাংলাদেশের হজ ব্যবস্থাপনা এতদিন সিন্ডিকেট মুক্ত ছিল। গোলাম সরোয়ারের সিন্ডিকেটের ঘোষণায় আমি হতবাক। তিনি সবসময় ব্যবসায় সিন্ডিকেট করেন। এর আগে সৌদি ভিজিট ভিসা এবং মালয়েশিয়ার সিন্ডিকেটে তার হাত ছিল।’

এদিকে, হাবের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইত্তেফাক/এনএন
 
unib