দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফি। বৈশ্বিক এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে শক্তিশালী ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে অন্তত দুই ম্যাচে জয় পেতে হবে টাইগারদের। তবে সাম্প্রতিক পারফরম্যান্স ও প্রতিপক্ষের শক্তিমত্তার বিচারে সেই পথ সহজ হবে না।
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই টুর্নামেন্ট নাগালের মধ্যে চলে আসবে বলে মনে করেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জাকের বলেন, 'আমি আসলেই ম্যাচটার (ভারতের বিপক্ষের ম্যাচ) দিকে তাকিয়ে আছি। যেহেতু সবচেয়ে বড় ম্যাচটা হবে প্রথমেই, আমি মনে করি এটা আমাদের জন্য ভালো। যদি আমরা ম্যাচটি জিততে পারি, তাহলে এটা টুর্নামেন্টকে আমাদের হাতের মুঠোয় নিয়ে আসবে।'
আইসিসি ইভেন্টে উইকেট তদাকরির দায়িত্ব থাকে তাদের হাতেই। তাই কোনো দলই বাড়তি সুবিধা পাবেন না বলে মনে করছেন জাকের। তিনি বলেন, আইসিসি ইভেন্টে সবাই সমান। সত্যি কথা বলতে, যদি চাপের কথা বলেন, 'দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্টগুলো একেবারেই আলাদা ব্যাপার। তাই আমাদের একটি দল হিসাবে নিজেদের সামর্থ্য অনুযায়ী সেরা পারফর্ম করার চেষ্টা করতে হবে।'
আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর শুরু করবে বাংলাদেশ। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লাল-সবুজের প্রতিনিধিরা।