শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ইউক্রেন শান্তি আলোচনায় নেই ইউরোপ, জরুরি বৈঠকের ডাক ম্যাক্রোঁর

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৬

ইউরোপকে পাশ কাটিয়ে সৌদি আরবে ইউক্রেন বিষয়ক শান্তি আলোচনার আয়োজন করবে মস্কো ও ওয়াশিংটন। এমনকি আলোচনায় ইউক্রেনকেও আমন্ত্রণ জানানো হয়নি। এ অবস্থায় ইউরোপীয় নেতাদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন সংঘাত বৃদ্ধির পর গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে কথা বলেন।

গতকাল শনিবার দুই দেশের শীর্ষ কূটনীতিকরা 'সম্ভাব্য উচ্চ পর্যায়ের রুশ-আমেরিকান শীর্ষ সম্মেলনের প্রস্তুতি' শুরু করতে বলেছেন। সেদিনই মার্কিন বিশেষ দূত কিথ কেলোগ জানান, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে এই আলোচনায় রাখা হবে না।

এদিকে, পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লো সিকোরস্কি ম্যাক্রোঁর উদ্যোগকে স্বাগত জানান। আগামীকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) ফ্রান্সে বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন তিনি।

ম্যাক্রোঁর বৈঠকে আমন্ত্রিতদের তালিকা প্রকাশ করা না হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও এতে অংশ নেবেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ম্যাক্রোঁ এর আগে যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনায় ইউরোপকে জড়িত করার উপর জোর দিয়েছিলেন। ফিনান্সিয়াল টাইমসকে ম্যাক্রোঁ বলেছিলেন, ইউক্রেনকে অবশ্যই তার নিজস্ব সার্বভৌমত্ব নিয়ে আলোচনায় নেতৃত্ব দিতে হবে। কিন্তু ট্রাম্প প্রশাসন তা উপেক্ষা করেছে বলে মনে করা হচ্ছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার সরকারকে পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় নিষিদ্ধ করেছিলেন। তিনিও স্বীকার করেছেন, সৌদি আরবে আলোচনায় কিয়েভের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়নি।

পলিটিকোর পক্ষ থেকে ফরাসি সরকারের একজন মুখপাত্র বা পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারটের সঙ্গে যোগাযোগ করা হলে এ নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া পাওয়া যায়নি।

ইত্তেফাক/এসকে
 
unib