শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চাকরির সুযোগ  

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (SB) রাজস্ব খাতভুক্ত তিনটি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  

নিয়োগের বিস্তারিত তথ্য  

১. কম্পিউটার অপারেটর  
পদ সংখ্যা: ২  
শিক্ষাগত যোগ্যতা:  
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি  
- টাইপিং গতি: বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ প্রতি মিনিটে  
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা  
গ্রেড: ১১  

২. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর  
পদ সংখ্যা: ৫  
শিক্ষাগত যোগ্যতা:  
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি  
সাঁটলিপি গতি:  
- ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ প্রতি মিনিটে  
টাইপিং গতি:  
- বাংলায় ৩০ শব্দ ও ইংরেজিতে ২৫ শব্দ প্রতি মিনিটে  
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে  
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা  
গ্রেড: ১৩  

৩. দপ্তরি  
পদ সংখ্যা: ৯  
শিক্ষাগত যোগ্যতা:  
- এসএসসি বা সমমানের পাস  
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা  
গ্রেড: ২০   

আবেদন ফি: 
কম্পিউটার অপারেটর: ১৬৮ টাকা  
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ১১২ টাকা  
দপ্তরি: ৫৬ টাকা  
অনগ্রসর প্রার্থীদের জন্য (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): ৫৬ টাকা  

আবেদন প্রক্রিয়া  
- অনলাইনে আবেদন করতে হবে  
আবেদনপত্র পূরণের জন্য ভিজিট করুন:  
[www.specialbranch.gov.bd](https://www.specialbranch.gov.bd)  
[sbdhaka.teletalk.com.bd](http://sbdhaka.teletalk.com.bd) 
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৫ তারিখে ১৮-৩২ বছর 

 

ইত্তেফাক/টিএইচ
 
unib