শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

৫০২ দিন পর অবশেষে গোল করলেন নেইমার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৬

২০২৩ সালের ৩ অক্টোবর। ইরানের ক্লাব নাসসাজি মাজানদারানের বিপক্ষে সেদিন গোল করেছিলেন নেইমার। এরপর কেটে গেছে ৫০০ দিনেরও বেশি। তবে পেশাদার ফুটবলে গোলের দেখা পাননি এই ব্রাজিলিয়ান তারকা।

অবশেষে সেই গোল খরা কেটেছে আজ। সান্তোসের জার্সিতে প্রত্যাবর্তনের পর প্রথম গোলের দেখা পেয়েছেন নেইমার। যে গোলটি এসেছে পেনাল্টি থেকে। ম্যাচে এদিন গোলের পর অ্যাসিস্টও পেয়েছেন ব্রাজিলিয়ান নাম্বার টেন। যদিও ৯০ মিনিটের ম্যাচটা পুরো খেলা হয়নি তার।

ব্রাজিলিয়ান ফুটবলে ফিরে আসার পর সান্তোসের হয়ে নেইমার প্রথম গোলটি পেয়েছেন আগুয়া সান্তার বিপক্ষে। ৩-১ ব্যবধানে জয়ে ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন। সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ৭০ মিনিটে একটি অ্যাসিস্টও করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

লম্বা সময় গোল করতে না পারার দায় অবশ্য পুরোপুরি নেইমারের নয়। ইনজুরির কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন তিনি। নিয়মিত খেলতে না পারায় তাকে বিদায়ও জানিয়ে দেয় সৌদি আরবের ক্লাব আল হিলাল। ফলে শীতকালীন দলবদলে ক্লাব বদলে নেইমার চলে আসেন শৈশবের ক্লাব ব্রাজিলের সান্তোসে। আর এই ক্লাবের হয়ে চতুর্থ ম্যাচে এসে গোল পেয়েছেন সান্তোসের রাজপুত্র।

গোল করে দলকে জিতিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বার্তাও দিয়েছেন নেইমার। তিনি লিখেছেন, ‘একটি গুরুত্বপূর্ণ জয়। দলকে অভিনন্দন। এগিয়ে চলো সান্তোস।’

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন

 
unib