শিক্ষক সংকট নিরসনের দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১০টা থেকে কলেজের গেটের সামনে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা।
এসময় শিক্ষার্থীরা জানান, অর্ধেকেরও বেশি শিক্ষকের পদ-শূন্য রয়েছে। শিক্ষক না থাকায় একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি ইত্যাদি ডিপার্টমেন্টসহ ডেন্টাল ইউনিটের অধিকাংশ ডিপার্টমেন্টে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছ। তাই বাধ্য হয়েই তারা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধরা।
৫৩তম ব্যাচের শিক্ষার্থী আজিমুল ইসলাম বলেন, দেশের সুনামধন্য ও প্রধান চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শের-ই-বাংলা মেডিকেল কলেজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে শিক্ষক সংকটের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা উভয় ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।
মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ ফায়জুল বাশার জানান, আন্দোলনের যৌক্তিকতা আছে এবং বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে।