শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

‘পিটার বাটলারকে না নেওয়ার কথা বলেছিলাম’

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০০

অবশেষে মুখ খুললেন বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে চুক্তি না করার কথা বাফুফেকে জানিয়েছিলেন বলে গতকাল সাংবাদিকদের বলেছেন কিরণ। 

পিটার বাটলারকে নিয়ে কী কী সমস্যা সেটি তুলে ধরে ছিলেন বাফুফের নীতিনির্ধারকদের কাছে। কিরণ বলেন, 'কোচের সঙ্গে যখন মেয়েদের সমস্যা তৈরি হলো তখন থেকেই নারী উইং কাজ করে যাচ্ছে। একদিন না, অনেক দিন খেলোয়াড়দের সঙ্গে বসেছি। নিরসনের চেষ্টা করেছি। পরবর্তীকালে বাফুফের হায়ার অথরিটি যারা আছেন তাদের ফোন করে জানিয়েছি, মেয়েদের সঙ্গে কোচের কী সমস্যা। এই কোচকে যেন নিয়োগ দেওয়া না হয় সেটাও তাদের জানিয়েছি।' 

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার।

তিনি বলেন, 'আসলে কোচ নিয়োগ দেওয়া হয়েছে ইমার্জেন্সি কমিটির মাধ্যমে। এই কমিটিতে আছেন বাফুফের চার জন ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তারা মনে করেছেন যে, বাটলা ভালো কোচ বলার অপেক্ষা রাখে না। টিমের জন্য ভালো কোচ দরকার, তাই তারা নিয়োগ দিয়েছেন। সব মিলিয়ে সমস্ত কিছু ছিল আমাদের হায়ার অথরিটির ওপর। প্রেসিডেন্টের পক্ষ থেকে আমি চেষ্টা অব্যাহত রেখেছি মেয়েদের ফিরিয়ে আনার। সেই ধারাবাহিকতায় আজকে চেষ্টা করেছি, কথা বলেছি মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে।' 

কিরণ বলেন, 'মেয়েরা ছুটি কাটিয়ে ফিরলে কোচ পিটার, খেলোয়াড়রা, বাফুফের হায়ার অথিরিটি সবাই একসঙ্গে বসে ভুল বোঝাবুঝি নিরসনের চেষ্টা করবো। যেন ট্রেনিং গিয়ে আর কোনো সমস্যা না থাকে। মেয়েরা আমাকে বলেছে, তারা ছুটি কাটিয়ে ফিরে এসে ট্রেনিংয়ে ফিরবে এবং কন্টাক্ট পেপারে সাইন করবে। এটা আমাদের জন্য পজিটিভ দিক, মেয়েরা তাদের অবস্থান থেকে সরে এসেছে। তারা বুঝতে পারছে, যে ভুল বোঝাবুঝি ছিল সেখান থেকে সরে এসেছে।'

ইত্তেফাক/জেডএইচ
 
unib