শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ইস্টার সানডের আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতি চাচ্ছেন ট্রাম্প

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ এপ্রিল ইস্টার সানডের মধ্যেই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতি নিশ্চিত করতে চান। রোববার (১৬ ফেব্রুয়ারি) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে। খবর আরটি'র

শনিবার (১৫ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলন চলাকালীন ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলগ বলেছেন, কয়েক সপ্তাহ বা কয়েক দিনের মধ্যেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে।

ব্লুমবার্গের প্রতিবেদন থেকে জানা যায়, ট্রাম্প প্রশাসন ইস্টার সানডের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি নিশ্চিত করতে চায়। ইউরোপীয় কর্মকর্তাদের ইতোমধ্যে সেটা জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

তবে কয়েক জন ইউরোপীয় কর্মকর্তাদের মতে, এই আলোচনার গতি, অর্থাৎ দ্রুত আলোচনা হবে উচ্চাভিলাষী এবং সম্ভবত অবাস্তব। কেননা শিগগিরই সৌদি আরবে রাশিয়া ও মার্কিন প্রতিনিধিদের বৈঠকের মাধ্যমে আলোচনা শুরু হবে বলে জানা গেছে।

এদিকে, সৌদি আরবে মস্কো-ওয়াশিংটন আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। আলোচনায় যোগ দিতে বলা হয়নি ইউরোপীয় নেতাদেরও। এ নিয়ে তারা উদ্বেগও প্রকাশ করেছে। বিশেষ করে ফ্রান্স ইউরোপীয় দেশগুলোর মধ্যে জরুরি আলোচনার জন্য বৈঠক ডেকেছে।

এর আগে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্প ও পুতিন ইস্টার সানডে বা ৯ মে'র মধ্যেই ইউক্রেনে যুদ্ধবিরতি অর্জন করতে চান। তবে কেউই আনুষ্ঠানিকভাবে এই সময়সীমা উল্লেখ করেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বলেছেন, কিয়েভকে বাদ দিয়ে করা কোনো শান্তিচুক্তি তিনি চান না। একইসঙ্গে ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন না।

ইত্তেফাক/এনটিএম/এসকে
 
unib