বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বিসিবি সভাপতির সঙ্গে সাবেক অধিনায়কদের বৈঠক, যা ছিল আলোচনার বিষয়  

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩১

পাকিস্তান শাহিনসের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এদিকে মিরপুরে  বিসিবি কার্যালয়ে দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়নে সাবেক অধিনায়কদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পরে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক অধিনায়ক রাজিন সালেহ। 

বৈঠকে আলোচনার বিষয় প্রসঙ্গে রাজিন সালেহ বলেন, 'প্রেসিডেন্ট ফারুক ভাইকে ধন্যবাদ, আমাদের আমন্ত্রণ জানানোয়। তার সঙ্গে আমাদের মূলত বিপিএল নিয়েই কথা হয়েছে। আগামীতে কীভাবে বিপিএলটা আরও ডেভেলপ করা যায় ও ক্রিকেটের উন্নতি করা যায়, এসব নিয়েই কথা হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমাদের কথা ছিল বিপিএল কীভাবে আরও ডেভেলপ করা যায়, সূচিটা কীভাবে আপডেট করা যায়। এনসিএল টি-টোয়েন্টি কখন শুরু করলে আমরা পুরোপুরি কাজে লাগাতে পারব টুর্নামেন্টটা। বিপিএলে আগামীতে যেন আরও ভালো ফ্র্যাঞ্চাইজি আসে, ভালো টুর্নামেন্ট কীভাবে হবে, ভালো বিদেশি ক্রিকেটাররা আসবে, কখন তাদের পাব, ওই হিসেবে কথা বলা হয়েছে।'

সব ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে আলোচনা হয়ে জানিয়ে রাজিন সালেহ বলেন, 'শুধু বিপিএল নয়, এনসিএল টি-টোয়েন্টিটা কীভাবে আরও ডেভেলপ করা যায়, প্রথম শ্রেণির ক্রিকেটটা কীভাবে আরও ইম্প্রুভ করা যায়, এসব পারিপার্শ্বিক সব বিষয় নিয়ে কথা হয়েছে। আসলে সময় কম ছিল। আগামীতে ফারুক ভাই হয়তো আবারও ডাকবেন। সর্বোপরি বাংলাদেশ ক্রিকেট কীভাবে এগিয়ে নেওয়া যায়। এমনকি নির্মাণ স্কুল নিয়েও কথা হয়েছে যে কীভাবে নির্মাণ স্কুল এগিয়ে নেওয়া যায়।'

ইত্তেফাক/জেডএইচ
 
unib