যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার প্রথম মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েল ভ্রমণ শেষে সৌদি আরবে পৌঁছেছেন। ইসরায়েলে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে গাজা ইস্যুতে বৈঠক শেষে রিয়াদে গেলেন তিনি।
আরব নিউজ জানিয়েছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর থেকে রিয়াদে যান রুবিও। তিনি তার সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
ইউক্রেন-মস্কোর যুদ্ধ বন্ধে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও রুশ কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতি চলছে। তাদের বৈঠকের জন্য সৌদি আরবকে বেছে নিয়ছেন ট্রাম্প।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন সংঘাত বৃদ্ধির পর গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে কথা বলেন। টেলিফোন আলাপের পর ট্রাম্প বলেন, তারা অবিলম্বে যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন।
এদিকে, ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিদের মধ্যে আগামী দিনগুলোতে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ জানানো হয়নি। অন্যান্য প্রধান ইউরোপীয় শক্তির প্রতিনিধিদেরও রাখা হচ্ছে না বৈঠকে।