বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা আওয়ামী লীগের দাফন করে গেছেন ২০২৪ সালের ৫ আগস্ট। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। শেখ হাসিনা কাফন ফুড়ে মাঝেমধ্যে কথা বলে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন। কিন্তু সেই চেষ্টা কখনও সফল হবে না।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা গোলচত্ত্বর মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন ডিসেম্বরেই আগেই জাতীয় নির্বাচন হবে। নিয়ত যদি সাফ থাকে, তাহলে অনতিবিলম্ব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।
কিছু উপদেষ্টা জনগণের পালস্ বুঝেন না- মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্খা ছিল দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। মানুষ স্বস্তিতে থাকতে চায়। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশীদ, চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল, কেন্দ্রীয় সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদসহ জেলা, উপজেলা পর্যায়ের নেতাদের পাশাপাশি বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।