শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

হাতকড়া নিয়েই মায়ের মরদেহ কাঁধে নিলেন বিএনপি নেতা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪০

পটুয়াখালীর দশমিনায় হাতকড়া পড়েই মায়ের মরদেহ কাঁধে নিয়েছেন বহরমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. বাচ্চু গাজী (৫০)। এসময় হাতকড়া হাতে জানাজা ও দাফনে অংশ নেন তিনি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বহরমপুর ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নিজ বাড়ি বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামে পুলিশ পাহারায় জানাজায় উপস্থিত হন বাচ্চু গাজী।

স্থানীয়রা জানান, রোববার সকালে বাচ্চু গাজীর মা সাফিয়া বেগম বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। সাফিয়া বেগমের ৩ ছেলে ও ১ মেয়ের মধ্যে বাচ্চু সবার বড়। তাকে ২৫ জানুয়ারি  মাদকসহ গ্রেপ্তার করে দশমিনা থানা পুলিশ। পরদিন বিজ্ঞ আদালতের মাধ্যমে বাচ্চুকে জেলহাজতে পাঠানো হয়। মায়ের মৃত্যুর খবর পেয়ে রোববার জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির আবেদন করেন বাচ্চু গাজী। কিন্তু ওই দিন দাপ্তরিক কাজ শেষ না হওয়ায় সোমবার সকালে মুক্তি পান বাচ্চু।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্যারোলে মুক্তি পেয়ে সোমবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে এসে মায়ের জানাজা-দাফনে অংশ নেন বাচ্চু গাজী। এ সময় হাতকড়া হাতেই মায়ের মরদেহ কাঁধে তুলে নেন তিনি। পুরোটা সময় হাতকড়া পরা অবস্থায় ছিলেন বাচ্চু। এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা—কর্মীরা উপস্থিত ছিলেন।

দশমিনা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ইয়াসিন খান বলেন, বাচ্চু গাজী বহরমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার মায়ের মৃত্যুতে তাকে প্যারোলে মুক্তি দিয়ে দাফন কাজ সম্পন্ন করার সুযোগ করে দেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম  বলেন, ‘মো. তারেক হাওলাদার স্বাক্ষরিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পটুয়াখালী থেকে আমাদেরকে একটি চিঠি দিয়ে বাচ্চু গাজীর প্যারোলে মুক্তির বিষয়টি জানিয়েছেন। অতিরিক্ত সিকিউরিটির জন্য আমাদের মোবাইল টিম সবসময় প্রস্তত ছিল। তবে পটুয়াখালী কারারক্ষী ও কারা পুলিশের পাহারায় বাচ্চুকে তার মায়ের জানাজা শেষে আবারও পটুয়াখালী নিয়ে যায়।’

পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা বলেন, জেল হাজতি বাচ্চু গাজীর মায়ের মৃত্যুর ঘটনায় রোববার প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন। সোমবার সকালে তাকে পুলিশ পাহারায় মায়ের জানাজায় নিয়ে যাওয়া হয় এবং জানাজা শেষে তাকে আবারও জেল হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এপি
 
unib