বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

সম্পর্ক স্বাভাবিক হচ্ছে যুক্তরাষ্ট্র-রাশিয়ার?

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭

রাশিয়ান শীর্ষ কর্মকর্তারা মার্কিন সমকক্ষের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার, ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আলোচনা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের প্রস্তুতি নিয়ে আজ আলোচনা করবেন। গতকাল সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। 

মস্কো থেকে বার্তা সংস্থা ‘তাস’ এই খবর জানিয়েছে। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ মঙ্গলবারের আলোচনায় অংশ নিতে সোমবার দিনের শেষে সৌদি রাজধানীতে পৌঁছেছেন। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ট্রাম্পের দূত স্টিভ উইটকফ রোববার ’ফক্স নিউজ’কে জানিয়েছেন, তিনি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও আলোচনায় অংশ নেবেন।

পেসকভ বলেছেন, আলোচনা মূলত ‘মার্কিন-রাশিয়ান সম্পর্কের সম্পূর্ণ জটিলতা পুনরুদ্ধারের পাশাপাশি ইউক্রেনীয় নিষ্পত্তির বিষয়ে সম্ভাব্য আলোচনার প্রস্তুতি এবং দুই বৈঠক আয়োজনের বিষয় নিয়ে আলোচনা করবেন। 

গত সপ্তাহে ট্রাম্প এবং পুতিনের মধ্যে ফোনালাপের পর এই আলোচনা হবে। 

যেখানে ট্রাম্প বলেছিলেন, তারা ‘আমাদের নিজ নিজ দলগুলোকে অবিলম্বে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।’ পুতিনের সঙ্গে আলাপের পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করে তাদের কথোপকথন সম্পর্কে অবহিত করেন।

ইত্তেফাক/এনটিএম/এসআর
 
unib