মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

উত্তরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতির মৃত্যু

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩১

ঢাকার উত্তরা এলাকার বিএনএস সেন্টারের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

নিহতারা হলেন, আব্দুর রহমান রাব্বি (২২) ও কালিমা আকরাম (মিম) (২০)। রাব্বি ও মিম সম্পর্কে স্বামী-স্ত্রী ছিলেন। দুই বছর আগে তাদের বিয়ে হয়।

জানা যায়, মিমকে রাত সাড়ে ৩টার দিকে এবং রাব্বিকে সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত রাব্বির বান্ধবী তানজিলা জানান, রাতে মোটরসাইকেলযোগে দুইজন উত্তরা পূর্ব থানা এলাকার (বিএনএস) সেন্টারের সামনে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করেন এবং পরে তার স্বামীও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি
 
unib