বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

১০ বছরের ছোট কোটিপতি ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে কৃতি!

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৮

অনেকদিন ধরেই ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে দেখা যাচ্ছিল বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে। অভিনেত্রীর চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলেও গুঞ্জন উঠেছিল কবীরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। এবার সেই প্রেমের গুঞ্জনে সিলমোহর বসতে চলেছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।

এখন পর্যন্ত প্রকাশ্যে নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি দুজনের কেউই। কিন্তু নেট দুনিয়ায় তাদের প্রকাশ করা একান্ত মুহূর্তগুলো ভক্তদের চোখ এড়ায়নি। গত বছরের পুরোটাজুড়েই তাদের একসঙ্গে দেখা গিয়েছে। ভক্তমহলে কম আলোচনা হয়নি এ নিয়ে। যুবকের পরিচয়টা সকলের সামনে আছে বছরের শেষের দিকে।

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ও তার  প্রেমিক কবীর বাহিয়া। ছবি: সংগৃহীত

এই যুবকের নার নাম কবীর বাহিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী। যার অঢেল সম্পদ।

চলতি বছরের শুরুতেই কৃতি কবীর বাহিয়াকে নিয়ে দিল্লি গিয়েছিলেন। ঘনিষ্ঠ মহলের দাবি, সেখানে বাবা-মায়ের সঙ্গে কবীরের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দিয়েছেন কৃতি। হয়ত বিয়ের জন্যই তাদের এই সাক্ষাৎ। বলিউডের ঘনিষ্ঠ সূত্র বলছে, ২০২৫-এর মধ্যেই দু হাত এক হতে পারে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

ইত্তেফাক/এএম/এএস/এসএ
 
unib