বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বিবাহবিচ্ছেদ মামলায় ৪০ শতাংশ ছাড়

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০২

বিশ্বজুড়ে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। ভালোবাসার এই দিনে যুগলরা নানা আয়োজনের মাধ্যমে সময় পার করেন। ফুল, চকলেটসহ নানা রকম উপহার দেয় একে অপরকে। 

তবে ভালোবাসার এই দিনে বিবাহবিচ্ছেদের মামলা করলে ছাড়ের সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন এক আইনজীবী। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এই বিষয় নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের সেই আইনজীবীর নাম নোহা আল জেন্দি। জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে নোহা ভ্যালেন্টাইনস ডের শুভেচ্ছা জানান তার অনুসারীদের। এরপরেই বিবাহবিচ্ছেদের মামলায় ৪০ শতাংশ ফি কম নেওয়ার ঘোষণা দেন। মূলত ভ্যালেন্টাইনস ডে উপলক্ষেই এমন ছাড় দিয়েছেন তিনি।

নোহা লিখেছেন, ‘খুলা (তালাক) মামলার জন্য ৪০ শতাংশ ছাড়...সৃষ্টিকর্তা আমাদের ভালো কিছু করতে সহায়তা করুন।’ এই ছাড় দেওয়ার পিছনে যথার্থ যুক্তিও ব্যাখ্যাও দেন তিনি।  

তিনি বলেন, অনেক নারী বিবাহিত জীবনেও কঠিন সময় পার করে থাকেন। এমন আবদ্ধ বিয়ে থেকে মুক্তি পেতে চান অনেকেই। ওই সকল নারীকে সাহায্য করতেই এই প্রস্তাব দিয়েছেন তিনি।

নোহার এমন প্রস্তাব সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ তাক লাগিয়ে দিয়েছে। কেউ কেউ বলেছেন, তিনি বিবাহবিচ্ছেদকে উৎসাহিত করছেন। কেউ কেউ আবার পাল্টা যুক্তিও দিয়ে বলেছেন, যারা বৈবাহিক জীবনে সংকটের মধ্যে আছেন, তাদের প্রতি সহানুভূতির প্রকাশ পেয়েছে এই প্রস্তাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বিতর্কের জবাবে নোহা বলেন, তার এই উদ্যোগ নতুন নয়। সংকটপূর্ণ সম্পর্কে আবদ্ধ নারীদের সহায়তা করতে তিনি দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন। তার এই প্রস্তাব ওই কাজেরই অংশ।

মিসরে নারীদের বিবাহবিচ্ছেদ মামলা করার ক্ষমতা দেওয়া আছে। বিচ্ছেদ হলে স্বামীকে দেওয়া যৌতুক ফেরত পাবেন তারা। তবে স্বামীর সম্পদের ওপর থেকে অধিকার হারাবেন। সেখানে বিবাহবিচ্ছেদ নিয়ে সুস্পষ্ট আইন আছে। আদালতের মাধ্যমে বিচ্ছেদ হয়ে থাকে। 

ইত্তেফাক/এনটিএম/এসআর
 
unib