শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

কোরীয় অভিনেত্রী কিম সে-রন আত্মহত্যা করেছেন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪০

দক্ষিণ কোরিয়ার ২৪ বছর বয়সী অভিনেত্রী কিম সে-রনের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে অভিনেত্রীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে মৃত্যুর কারণ কী, তা নিয়ে স্পষ্ট ছিল না শুরুতে। এবার জানা গেল অভিনেত্রীর মৃত্যুর রহস্য।

পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, সদ্য প্রয়াত কিম সে-রন কিম সে-রনের সিদ্ধান্ত নিয়েছিলেন। কর্মকর্তারা আরও জানান, অভিনেত্রী আত্মহত্যা করলেও সেখানে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। 

এর আগে রোববার পুলিশ জানিয়েছিল, এ ঘটনার তদন্তে রয়েছে পুলিশ তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।

এদিকে আরও কিছু গণমাধ্যম জানিয়েছিল, কিম সে-রনের এক বন্ধু রোববার তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। অভিনেত্রীকে ফোনে না পাওয়ায় বাড়ির লোকদের খবর দেওয়া হয়। এরপরই বিকেলে অভিনেত্রীর মৃত্যুর খবর জানা যায়।

কিম সে-রন। ছবি: সংগৃহীত

অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে দেখা যাবে, গত জানুয়ারি মাসে ইনস্টাগ্রামে তিনি শেষ একটি পোস্ট করেছিলেন। তারপর থেকে সে ভাবে অ্যাক্টিভ ছিলেন না তিনি। 

২০০৯ সালে ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ দিয়ে আত্মপ্রকাশের পর কিম সে-রন জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ (২০১০) ছবিতে মন ছুঁয়ে যাওয়া অভিনয় করেছিলেন। ‘দ্য নেবারস’, ‘হাই! স্কুল-লাভ অন’-এর মতো ছবিতে অভিনয়ের জন্যও তিনি জনপ্রিয়।

তবে, ২০২২ সালের একটি ঘটনা কিমের ক্যারিয়ারে বড় ধাক্কা বলা চলে। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে। যে কারণে অভিনেত্রীকে অনেক টাকা জরিমানা দিতে হয়েছিল। ২০২৩ সালের এপ্রিলে, তিনি ফের মঞ্চে ফিরে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু অসুস্থতার কারণে সেটাও চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

ইত্তেফাক/এসএ
 
unib