যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি সৈকতে ফিলিস্তিনি ভেবে দুই ইসরায়েলি পর্যটকের ওপর গুলি চালানো এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে যে স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে।
ফ্লোরিডার বাসিন্দা গ্রেপ্তার সেই ব্যক্তির নাম মোর্ডেকাই ব্রাফম্যান (২৭)। গত রোববার ব্রাফম্যানের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
ব্রাফম্যানের বরাতে মিয়ামি বিচ পুলিশ জানিয়েছে, মিয়ামি বিচে ট্রাক চালানোর সময় তিনি দুজন লোককে দেখেছিলেন যাদের তিনি ফিলিস্তিনি বলে মনে করেছিলেন। এরপর তিনি সেখানে থামেন এবং তাদের হত্যা করার জন্য গুলি করেন। কিন্তু গাড়ির ওই দুই আরোহী ছিলেন ইসরায়েলি ইহুদি পর্যটক। তারা বাবা ও ছেলে।
এই ইসরায়েলি পর্যটকদের ধারণা ছিল, তারা সম্ভবত ইহুদি বিদ্বেষী একটি হামলার শিকার হয়েছেন। হামলায় দুই পর্যটকের একজনের কাঁধে, আরেকজনের বাহুতে গুলি লাগে। পরে জানা যায়, তারা কেউই ফিলিস্তিনি নন, তারা ইসরাইলি পর্যটক।
পুলিশ জানিয়েছে, গুলি করার আগে ওই দুইজনের সঙ্গে ব্রাফম্যানের কোনো তর্কাতর্কি বা ঝগড়া হয়নি, সে বিনা উস্কানিতে এ ঘটনা ঘটিয়েছে।
মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তি ও সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষ, ফিলিস্তিনিবিদ্বেষ ও ইহুদিবিদ্বেষ বেড়ে গেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হয়। ১৫ মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী এই যুদ্ধ চলে। গত মাসে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিন বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান মেয়েশিশুকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। ইলিনয়ে ছয় বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান ছেলেশিশুকে ছুরিকাঘাত করা হয়। অন্যদিকে মিশিগানে এক ইহুদিকে মারধর করা হয়। মেরিল্যান্ড ও শিকাগোতেও ইহুদিদের ওপর হামলা হয়েছে।