অপহরণের দুই দিন পর মুক্তিপণের বিনিময়ে বান্দরবানের লামার ২৫ শ্রমিককে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাদের মুক্তি দেওয়া হয়।
তবে নির্যাতনের শিকার হওয়ায় মুক্তি পাওয়া শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপহৃতদের স্বজনরা জানিয়েছেন, রাবার বাগানের মালিক মো. ফোরকান ১৪ জন কর্মচারীর মুক্তির জন্য বিকাশের মাধ্যমে অপহরণকারীদের ৩ লাখ টাকা দেয়। বাকি ১১ শ্রমিকের মুক্তিপণ হিসেবে দেওয়া হয় ৫০ হাজার টাকা করে। পরে অপহৃতদের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের বাঁকখালীর আগা নামক স্থানে হাত বাঁধা অবস্থায় ছেড়ে দেয় অপহরণকারীরা। সেখান থেকে তাদের উদ্ধার করা হয়।
রাবার বাগানের মালিক মো. ফোরকান জানান, মুক্তিপণের বিনিময়ে শ্রমিকদের ছাড়িয়ে আনা হয়েছে। তার বাগানের ১২ জন শ্রমিকের মুক্তির জন্য ৩ লাখ এবং বাকি পাঁচ বাগানের শ্রমিকদের জন্য ৭ লাখ টাকা দেয়া হয়েছে। অপহরণের পর শ্রমিকদের মারধর করা হয়েছে। উদ্ধার হওয়ার পর ১২ জন শ্রমিককে কক্সবাজারের ঈদগাঁও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা রামু ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, ‘অপহৃত শ্রমিকদের ছেড়ে দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও মালিকপক্ষের বিভিন্ন মাধ্যমে যোগাযোগের কারণে তারা মুক্তি পেয়েছেন। তবে মুক্তিপণের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি লামার মুরুং ঝিরি এলাকা থেকে ২৬ শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। এর মধ্যে একজন অপহরণকারীদের হাত থেকে সোমবার পালিয়ে আসতে সক্ষম হন।