বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

নাকে ‘শয়তানের নিঃশ্বাস’ ছিটিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৮

মাদারীপুরের শিবচর পৌর শহরে লাকি আক্তার (২৫) নামের এক নারীর নাকে শয়তানে নিঃশ্বাস (স্কোপোলামিন) ছিটিয়ে কৌশলে নগদ ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শিবচর পৌর শহরের ডিআইজি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী লাকি আক্তার উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্না তলা গ্রামের সোরহাব শিকদারের স্ত্রী।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে লাকি আক্তার নিজবাড়ি থেকে তিন লাখ টাকা নিয়ে তার ভাসুর কামালের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য আসে। এসময়  ডিআইজি মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংক শিবচর শাখায় যাওয়ার পথে সিড়িতে দাঁড়িয়ে থাকা অপরিচিত এক মহিলা একটি কাগজ বের করে দিয়ে একটি ঠিকানা জানতে চায়।

যখন লাকি আক্তার কাগজটি পড়তে থাকে, কাগজটির অপর পিঠ থেকে টোকা দিয়ে কাগজের সাথে লাগানো শয়তানি নিঃশ্বাস (স্কোপোলামিন) লাখি আক্তারের নাকে ছিটিয়ে দেয়। এরপর লাকি ওই প্রতারকের কথা মত তার সঙ্গে থাকা ৩ লাখ টাকা, বাটন মোবাইল ও ইসলামী ব্যাংকের চেক বই দিয়ে দেয়। 

এ বিষয়ে শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি
 
unib