রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

জাতীয় অর্থনীতিতে সাড়ে ৫ হাজার কোটি টাকার অবদান উবারের

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৫

বাংলাদেশের রাইডশেয়ারিং খাতে শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম উবার গত বছর জাতীয় অর্থনীতিতে প্রায় ৫,৫০০ কোটি টাকা অবদান রেখেছে— এমন তথ্য উঠে এসেছে গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ফার্স্ট পরিচালিত ‘উবারস ইকোনমিক ইমপ্যাক্ট রিপোর্ট ইন বাংলাদেশ-২০২৪’ থেকে।  
 
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে জানানো হয়, ২০২৪ সালে উবারের মটো ও অটো সার্ভিস দেশের অর্থনীতিতে ৯২০ কোটি টাকার সমপরিমাণ অবদান রেখেছে। শহুরে ব্যস্ত জীবনে সহজলভ্য ও সাশ্রয়ী পরিবহন হিসেবে এই সার্ভিসগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।  

গবেষণা অনুযায়ী— ৮২% যাত্রী অফিসে যাতায়াতে উবার ব্যবহার করেন, যা বছরে আনুমানিক ১১ লাখ কর্মঘণ্টা সাশ্রয় করেছে। এর আর্থিক মূল্য প্রায় ৯৪ কোটি টাকা। উবার চালকরা তাদের অন্যান্য কর্মসংস্থানের তুলনায় ৪২% বেশি আয় করেন। ২০২৩ সালে উবার বাংলাদেশের পর্যটন শিল্পে ২৯০ কোটি টাকা অবদান রেখেছে। ২০২৪ সালে ২১ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে।  

উবারের মাধ্যমে যাত্রীরা ৬৬,৯০০ কোটি টাকার ভোক্তা উপযোগিতা লাভ করেছেন। ৫০% চালক মনে করেন— উবার প্ল্যাটফর্ম না থাকলে তাদের কাজের সুযোগ কমে যেত। ৭৬% চালক উবারকে তাদের প্রথম আয়ের মাধ্যম হিসেবে বিবেচনা করেন। ৮১% যাত্রী মনে করেন— উবারের মাধ্যমে রাইড বুক করা রাস্তা থেকে গাড়ি নেওয়ার চেয়ে অনেক সহজ। ৮৬% যাত্রী উবারকে একটি গুরুত্বপূর্ণ পরিবহন উদ্ভাবন হিসেবে দেখেন। ৯৫% নারী যাত্রী উবারকে নিরাপদ বাহন হিসেবে বিবেচনা করেন। ৮৯% যাত্রী মনে করেন— রাতে বাড়ি ফেরার ক্ষেত্রে উবার সবচেয়ে নিরাপদ মাধ্যম।  

অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসিন বলেন, উবার নিয়ে অনেক অভিযোগ আসে আমাদের কাছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, যে সিস্টেমে চলার কথা, সেভাবে চলছে না। অন্যান্য দেশে এটি কীভাবে চলছে, সেটিও দেখা দরকার। চালকরা তাদের চুক্তি না মানলে কী করা যায়, সেটিও আলোচনা করতে হবে। তাদের মনিটরিং করা, সচেতন করা এবং কথা না শুনলে বাদ দিয়ে দেওয়া উচিত। এ সময় তিনি গণপরিবহন খাতের লোকজনের অসহিষ্ণু আচরণ এবং কথায় কথায় সড়ক অবরোধের ঘটনায় চাপে রয়েছেন বলেও উল্লেখ করেন ।

উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেন— '২০২৪ সালের এই প্রতিবেদন দেখিয়েছে, উবার দেশের পরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনছে এবং কর্মসংস্থান তৈরি করছে। আমরা আমাদের সেবার মান আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।'

অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন পাবলিক ফার্স্ট-এর টেক, মিডিয়া ও টেলিকম প্রধান এমি প্রাইস। এছাড়া প্যানেল আলোচনায় অংশ নেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন ও পিডব্লিউসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান।

ইত্তেফাক/টিএইচ
 
unib