রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮

শীতের বিদায়ে বসন্তের আবহে ধীরে ধীরে বাড়ছে গরম। এরই মধ্যে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দেশের বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।  

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে এক পোস্টে জানিয়েছেন, 'আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে বরিশাল বিভাগের সব জেলার ওপর দিয়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। একই সময়ে খুলনা ও বাগেরহাট জেলার ওপর দিয়েও একই ধরনের বৃষ্টিপাত হতে পারে।'

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।  

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত রংপুর ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে।  

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
 
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত রংপুর ও খুলনা বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।  

আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টি তাপমাত্রা কিছুটা কমিয়ে স্বস্তি দিলেও বসন্তকালীন আবহাওয়া পরিবর্তনের ফলে বজ্রপাতের ঝুঁকিও বাড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/টিএইচ
 
unib