নেত্রকোনার পূর্বধলায় একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জারিয়া-ময়মনসিংহ রেলপথের জারিয়া বালুঘাটা এলাকায় বলাকা কমিউটার ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনটির সুপারভাইজার ইউনূছ আলী জানান, বুধবার ভোরে ৫০ নং বলাকা কমিউটার ডাউন ট্রেনটি ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছেড়ে ময়মনসিংহ হয়ে জারিয়া যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে জারিয়া স্টেশনে পৌঁছার আগেই জারিয়া বালুঘাটা নামক স্থানে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে।
ঘটনার প্রত্যক্ষদর্শী জারিয়া এলাকার বাসিন্দা মানিক মিয়া বলেন, রেললাইনের পাশেই জমিতে কাজ করছিলাম। হঠাৎ দেখি ট্রেনে আগুন লেগেছে। এসময় ট্রেনের যাত্রীরা বালু-মাটি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
ট্রেনের ইঞ্জিনে থাকা লোকোমাস্টার কৃষ্ণ রায় বলেন, ইঞ্জিনে যখন অস্বাভাবিক কালো ধোঁয়ার পাশাপাশি আগুন ধরে যায় তখন ইঞ্জিন থামিয়ে ফেলি। বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচা গেছে।
তবে কি কারণে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হচ্ছে ইঞ্জিনের ট্রাকশন মোটর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
পূর্বধলা ফায়ার সার্ভিস অফিসের লিডার আল মামুন বলেন, ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রেনের তেলের ট্যাংকে আগুন না লাগায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ট্রেনের যাত্রীরা।
জারিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মনির হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে এলে দুপুর ১টার দিকে ময়মনসিংহ থেকে আসা একটি রিলিফ ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি নিয়ে যাওয়া হয়।
এদিকে জারিয়া স্টেশন থেকে দুই কিলোমিটারের মধ্যেই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বন্ধ হয়ে পড়েছে ময়মনসিংহ—জারিয়া রেল যোগাযোগ।
নেত্রকোনার শ্যামগঞ্জ রেল স্টেশনের মাস্টার মো. জহিরুল ইসলাম জানান, এখন জারিয়াগামী আরেকটি লোকাল ট্রেন শ্যামগঞ্জ স্টেশনে অবস্থান করছে। ওই ট্রেনের ইঞ্জিনটি রিলিফ ইঞ্জিন হিসেবে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করা হবে। তখন আবার রেল যোগাযোগ স্বাভাবিক হবে।