অস্কার কর্তৃপক্ষ তথা একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস মার্চ মাসে লস অ্যাঞ্জেলেসে আয়োজন করতে যাচ্ছে ‘যোধা আকবর’ সিনেমাটির বিশেষ প্রদর্শনী। ১৭ বছর পার করল ঐতিহাসিক সিনেমা ‘যোধা আকবর’। ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া এই সিনেমাটি দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল।
মুগল সম্রাট আকবরের সঙ্গে রাজপুত রাজকন্যা যোধা বাইয়ের মিলনের মহাকাব্যিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘যোধা আকবর’ সিনেমাটি। হৃতিক রোশন ও ঐশ্বরিয়া রাইয়ের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে এটি আরও জীবন্ত হয়ে উঠেছে। গোয়ারিকরের গল্প বলার ঢঙের সঙ্গে তাদের অন-স্ক্রিন রসায়ন ‘যোধা আকবর’-কে একটি অবিস্মরণীয় সিনেম্যাটিক অবস্থানে নিয়ে গেছে।
হৃতিক রোশন ও ঐশ্বরিয়া রাই অভিনীত সিনেমাটি এ বছর মুক্তির ১৭ বছর পূর্ণ করেছে। সেই উপলক্ষে চলতি বছরের মার্চ মাসে লস অ্যাঞ্জেলেসে অস্কার কর্তৃপক্ষ সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে চলেছে। তারিখ চূড়ান্ত না হলেও অনুমান করা হচ্ছে, ৩ মার্চ একই শহরে অনুষ্ঠিতব্য ৯৭তম অস্কার আসরের আগে-পরেই হবে এই বিশেষ প্রদর্শনীটি।