জাতীয় হকি দল গঠনের জন্য কুপার টেস্টের জন্য অভিজ্ঞ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিকে নেয়নি ফেডারেশন। ৫৭ জনের তালিকা করা হয়েছে, যেখানে জিমিকে কুপার টেস্টের সুযোগও দেওয়া হয়নি। একজন খেলোয়াড়কে কুপার টেস্টও করতে দেওয়া হবে না, সেটিকে দুর্ভাগ্যজনক মনে করছেন জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় মাহবুবুল এহসান রানা।
এই খেলোয়াড় ক্যারিয়ার শেষ হওয়ার আগেই খেলা থেকে সরে গিয়েছিলেন। মাঠ ছেড়ে সংগঠন পর্যায়ে কাজ করেছেন তিনি। অনূর্ধ্ব-২১ হকি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া বাংলাদেশ দলটিকে গড়ে তোলার পেছনে প্রথম পরিকল্পনা গ্রহণকারীদের গুরুত্বপূর্ণ একজন ছিলেন।
রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নিজেদের বুনন দেওয়া গাছের ফল অন্য টেবিলে চলে গেলেও আফসোস নেই। তবে সম্প্রতি হকি ফেডারেশন যেভাবে অদ্ভুত নিয়ম করে ৩২ বছর বয়সী খেলোয়াড়কে খেলতে না দেওয়ার নামে জিমির পায়ে শেকল পরাতে চাইছে তা ক্রীড়া উপদেষ্টার কানে গেছে, তেমনি সাবেক খেলোয়াড় মাহবুবুল এহসান রানাও ব্যথিত।
জিমিকে বলেছেন, জিমি হকির ব্র্যান্ড। তাকে এভাবে বাদ দেওয়ার কোনো কারণ দেখছেন না। রানা বলেছেন, 'ব্যক্তিগত জীবনে একজনের সঙ্গে আরেক জনের সম্পর্ক নষ্ট থাকতে পারে। কিন্তু জিমি এখানে খেলোয়াড় হিসেবে খেলবেন। দেশের জন্য খেলবেন। এখনো জিমির চেয়ে কোনো ভালো খেলোয়াড় নেই, লিগেও খেলতে পারেননি।'
একজন কোচের নাম ধরে রানা উল্লেখ করেন, যে মানুষটি জিমিকে বাদ দিয়েছেন তিনি ভালো করেই যানেন কুপার টেস্ট করা হলে জিমি টিকে যাবেন। কারণ জিমি ব্যক্তিগত জীবনে যেমনই হোক, খেলোয়াড় জিমি নিজেকে অনেক যত্ন করেন। জিমি যেটাই করুক, সে জানে খেলাটাই হচ্ছে তার আসল জায়গা।'
ফেডারেশনের বর্তমান কর্মকর্তাদের ধারণা জিমি যদি জাতীয় দলে না খেলতে পারেন তাহলে সেটি জিমির জন্য নেতিবাচক হবে। এই প্রসঙ্গে মাহবুবুল এহসান রানা বলেন, 'না টিকলে তার ব্যাপার। আপনি যদি (ফেডারেশন) তাকে বিদায় দিতে চান তাহলে জিমির সঙ্গে কথা বলুন। জিমির ইচ্ছাটাকে প্রাধান্য দিন। সে যদি খেলতে চায় খেলুক, না খেলতে চাইলে খেলবে না। একটা ছেলে ১৯ বছর জাতীয় দলে খেলছে। তার অবদান অনেক। তাকে সামান্য সম্মানটুকু দেখাবেন না? স্বাধীনতার পর যেসব হকি খেলোয়াড় এসেছে তাদের সময়ের হকি, আর এখনকার হকির মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। জিমি সবকিছুর সঙ্গে লড়াই করে টিকে আছেন। এখন পর্যন্ত জিমির বিকল্প তৈরি হলো না কেন। ফেডারেশন তো ব্যক্তিগত প্রতিষ্ঠান না, এটা দেশের ব্যাপার, জাতির ব্যাপার। কারো ব্যক্তিগত বিষয় না যে, আপনি একটা সিদ্ধান্ত নেবেন ওমুককে খেলতে দেওয়া হবে না।'
ফেডারেশন তরুণদের নিয়ে দল গড়তে চায়, এ প্রসঙ্গে রানা বলেন, 'জাতীয় দল পরীক্ষা-নিরীক্ষার জায়গা না। এখানে অভিজ্ঞতার মূল্যায়ন হয়। ইন্দোনেশিয়া এশিয়ান গেমসে জিমিকে না নেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। কোচের কথা জিমিকে সে নেবে না। আর আমার কথা আমরা কি পিকনিক করতে যাব। জিমিকে দলে দরকার। নিতে হবে, নিয়েছিলাম।'