টাঙ্গাইলের ভূঞাপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ হাসান আলীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে শিক্ষার্থীরা। বহিরাগতদের নিয়ে ওই শিক্ষক কলেজে প্রবেশের চেষ্টা করলে হট্টগোলের ঘটনা ঘটে বলে জানা গেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কলেজ সূত্রে জানা গেছে, লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাসান আলীকে কলেজের গাছ কাটা, সরকারি টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগে আরও এক বছর আগে বহিষ্কার করা হয়। এসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে গোলাম রব্বানী রতনকে দায়িত্ব দেয়া হয়। তবে বুধবার সাবেক অধ্যক্ষ হাসান আলী বহিরাগত লোকজন নিয়ে কলেজে প্রবেশের চেষ্টা করে। এসময় কলেজের পরীক্ষা চলছিল। পরীক্ষার হল থেকে একজন শিক্ষককে টেনে বের করে দেওয়ার অভিযোগ ওঠে হাসান আলীর বিরুদ্ধে। এ ঘটনার জেরে পরীক্ষা স্থগিত করে বিক্ষোভ করতে শুরু করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে ঝাড়ু মিছিল বের করেন তারা।
কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন বলেন, সাবেক অধ্যক্ষের যোগদান নিয়ে কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে। এছাড়া আইনশৃঙ্খলা অবনতির হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের আশ্বাস দেওয়ার পর তারা আন্দোলন প্রত্যাহার করে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।