রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারি: শান্ত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৯

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তা মাঠের খেলায় প্রমাণ করাটা বেশ কঠিনই। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ম্যাচের আগে বেশ ইতিবাচক টাইগার কাপ্তান শান্ত।

ভারত ম্যাচকে সামনে রেখে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে আসেন শান্ত। এ সময় তিনি বলেন, ‘এই সংস্করণে আমাদের দলটা ব্যালান্সড। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমরা যে কোনো দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। আর আমি এমন কেউ নই যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা যে কোনো দিন যে কোনো দলকে হারাতে পারি।’

ভারতের বিপক্ষে ম্যাচে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে জোর দিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘আপনি যদি খেয়াল করেন তাহলে ৮টি দলই ভালো মানের। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে ভালো স্মৃতি আছে, সাম্প্রতিক আমরা বেশ কিছু ম্যাচও জিতেছি। গত বছর (আসলে ২০২২) ভারতের বিপক্ষে দেশের মাটিতে ভালো স্মৃতি আছে। কিন্তু সেটা এখন অতীত। আগামীকাল যদি ভালো খেলতে পারি আর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে ভালো একটা ম্যাচ হবে।’

উইকেট ও কন্ডিশন প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, ‘আমাদের (দুই ভেন্যুতেই) মানিয়ে নিতে হবে। এই উইকেট এত হাই স্কোরিং নয় পাকিস্তানের তুলনায়। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলেছি, অনুমান করতে পারি উইকেট কেমন হবে। যেখানেই খেলি উইকেট মানিয়ে নিয়ে খেলতে হবে। উইকেটকে কঠিন কিছু ভাবতে চাই না। ছেলেরা দুই ভেন্যুতেই ভালো করতে মরিয়া। যেখানেই খেলি অনেক সমর্থক আসেন। হারি বা জিতি। দর্শকরা খেলার অংশ। আশা করি কালও আসবেন, আমাদের সমর্থন করবেন।’ 

ইত্তেফাক/জেডএইচ
 
unib