রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

ভারতীয় সাংবাদিকদের আগ্রহের তুঙ্গে নাহিদ রানা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২২

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে এই দু'দল। ম্যাচে পূর্ব সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখান ভারতীয় সাংবাদিকদের থেকে আগ্রহের তুঙ্গে পেসার নাহিদ রানা। 

আগে সবার আগ্রহ থাকতো সাকিব আল হাসানকে নিয়ে। তবে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে নেই তিনি। সাকিবের সেই জায়গাটায় বোধহয় বসেছেন নাহিদ রানা। সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশ্ন এলো মাত্র একটি। সাকিবের না থাকা বাংলাদেশ দলের জন্য খারাপ হলো কি না, ভারতীয় এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শান্তর সংক্ষিপ্ত উত্তর, ‘জি না।’

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এরপর ভারতীয় সাংবাদিকদের আগ্রহের তুঙ্গে ছিলেন নাহিদ রানা। তাদের ১৬-১৭টি প্রশ্নের অর্ধেকেই কোনো না কোনোভাবে এসেছে রানার নাম। নাহিদকে নিয়ে এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘রানা অবশ্যই দেখেন যে রকম বোলিং করছে ওর ওপর একটু বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে, ও নরমাল আছে। ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে, কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি।’

রানাকে প্রশংসায় ভাসিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘মাঠে যখন তাকে এমন বোলিং করতে দেখি তখন পেস ইউনিটকে অনেক বেশি সহায়তা করে। এটা আমাদের মোটিভেটও করে যে প্রতিপক্ষকে কিভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারি। এটা আমি পছন্দ করি। আমি চাইব সে যেন ফিট থাকে এবং সে তার ফর্ম ধরে রাখবে। আশা করি সে এটা ধরে রাখবে এবং আমরা আরও ২-৩জন ভালো পেসার পেয়েছি। আমাদের ভালো বোলিং ইউনিট আছে, আশা করি তারা তাদের ফর্ম ক্যারি করবে।’

ইত্তেফাক/জেডএইচ
 
unib