শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

সারজিস আলমের দাবি

‘জুলাই অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ গর্ভের ৩ মাসের বাচ্চা’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৭

জুলাই-আগস্ট অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ মায়ের গর্ভেই মারা গেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ দাবি করেন তিনি। 

পোস্টে তিনি লিখেন, আপনারা কি জানেন এই অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ কে? ৩ মাসের একটা বাচ্চা! অসীম সাহসী এক মা ৩ মাসের বাচ্চা পেটে নিয়ে নিয়মিত আন্দোলন করেছেন। ৫ আগস্ট কোমরে লাঠি দিয়ে আঘাত করে ছাত্রলীগের সন্ত্রাসীরা।

আর কখনো মা হতে পারবে না এই শহীদের মা।


তিনি আরও লিখেন, বোন, আপনাকে আমরা কীভাবে মূল্যায়ন করবো? আশেপাশে থেকেও একটাবার বললেন না- ভাইয়া আমিও শহীদের মা! রাজশাহীর না গোটা দেশের সর্বকনিষ্ঠ শহীদ ‘শহীদ মুহাম্মদ’ (মা ভেবেছিল ছেলে হবে তাই এই নাম ঠিক করেছিলেন মনে মনে)। 

ইত্তেফাক/এনএন
 
unib