শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

গাজায় ‘রেডিমেড ঘর’ পাঠাচ্ছে জর্ডান

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ বহরের সঙ্গে এবার রেডিমেড ঘর পাঠানো শুরু করছে জর্ডান। রাষ্ট্র পরিচালিত সংস্থা হাশেমি চ্যারিটি অর্গানাইজেশন এসব ঘর পাঠাচ্ছে।

সংস্থাটি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে গাজায় পাঠানোর জন্য প্রস্তুত রেডিমেট ঘর দেখানো হয়েছে। এতে বোঝা যায়, সশস্ত্র বাহিনীর সহযোগিতায় দেশটি গাজা উপত্যকায় তাদের ত্রাণ কার্যক্রম ব্যাপকভাবে শুরু করেছে।

কয়েকদিন আগে ইসরায়েলি আগ্রাসনে গাজার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি হারানো বাস্তুচ্যুতদের জন্য তাঁবু পাঠিয়েছিল সংস্থাটি।

গাজা উপত্যকায় যাচ্ছে জর্ডানের রেডিমেড ঘর। ছবি: সংগৃহীত

এর সেক্রেটারি জেনারেল হুসেইন শিবলি জানান, গাজায় মানবিক প্রচেষ্টাকে আরও জোরালো করতে ঘর পাঠানোর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি অবকাঠামো শক্তিশালীকরণসহ আরও সহায়তা প্রদানের লক্ষ্যে একটি বর্ধিত পরিকল্পনার অংশ মাত্র।

তিনি বলেন, আমরা তাদের দুর্ভোগ লাঘবে দ্রুত এবং কার্যকর সমাধান সরবরাহ করতে চাই। গাজায় আমাদের ভাইদের দুর্ভোগ লাঘবে সম্ভাব্য সব ধরণের সহায়তা পাঠাতে চাই।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, রাজা দ্বিতীয় আবদুল্লাহর নেতৃত্বে ফিলিস্তিনিদের সমর্থনে জর্ডান গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রেখেছে। সংকটের শুরু থেকে জর্ডান চিকিৎসা এবং ত্রাণ সহায়তা বন্ধ করেনি।

ইত্তেফাক/এসকে
 
unib