রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

সমালোচনা ও পদত্যাগের হিড়িকে স্থগিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাককানইবি’র কমিটি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার ৫২ সদস্যবিশিষ্ট কমিটি প্রকাশের পর পরই স্থগিত করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে ৫২ সদস্যবিশিষ্ট এ কমিটি প্রকাশিত হয়। কমিটি প্রকাশিত হওয়ার পর পরই ফেসবুকজুড়ে চলে সমালোচনা ও পদত্যাগের হিড়িক।

কমিটিতে থাকা সদস্য আইন ও বিচার বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইব্রাহিম খলিল তার ফেসবুক পোস্টে লিখেন, আমি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী একজন কর্মী। আমার আন্দোলনে অংশ নেওয়ার মূল ভিত্তিগুলোর অন্যতম একটি ছিল বাংলাদেশে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে পরিবেশ বান্ধব শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাওয়া। সেই দৃষ্টিকোণ থেকে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা ও কার্যকরী পদক্ষেপ দেখতে চাই। আপাতত আমি  ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নই।

তার অনুমতি ব্যতীত কমিটিতে নাম এসেছে জানিয়ে তিনি বলেন, সদ্য প্রকাশিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কমিটিতে কে বা কারা আমার অনুমতি ব্যতীত আমার নাম কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছে সে ব্যাপারে আমি অবগত নই। 

তিনি আরও বলেন, আমি জুলাই আন্দোলনে আমার নৈতিক জায়গা থেকে যুক্ত হয়েছিলাম। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাস কমিটির সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক প্রদত্ত কমিটিতে আমার নাম ব্যবহার করা হয়েছে এই নাম সম্পর্কে আমি অবগত নয়। আমি চাই না ভবিষ্যতেও আমার নাম আমার অনুমতি ছাড়া কোনো সংগঠনে ব্যবহার করুক। আমি স্বেচ্ছায় এই কমিটি থেকে আমার নাম প্রত্যাহার করে নিলাম।"

কমিটির সদস্য সমাজবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফ তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আমি জুলাই আন্দোলনে আমার নৈতিক জায়গা থেকে যুক্ত হয়েছিলাম। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল না এবং এখনো নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক প্রদত্ত কমিটিতে সদস্য পদে আমার নাম ব্যবহার করা হয়েছে এই সম্পর্কে আমি অবগত নয়। আর আমার ক্যাম্পাসের যে বা যারা আমার নাম অনুমতি না নিয়ে কেন্দ্রে প্রেরণ করেছেন তাদেরকে বলতে চাই, কাজটি করা আপনাদের উচিৎ হয়নি। আমি স্বেচ্ছায় এই কমিটি থেকে আমার নাম প্রত্যাহার করে নিলাম।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেইজ থেকে কমিটির তালিকা ডিলিট হওয়ার ব্যাপারে জানতে চাইলে কমিটির আহ্বায়ক মেজবাহ উদ্দিন রিয়াদ বলেন, পোস্ট ডিলিট হওয়ার কারণ সম্পর্কে  আমরা অবগত নই। এখনো এ ব্যাপারে আমরা কথা বলিনি। আমরা সেন্ট্রালে যোগাযোগ করার চেষ্টা করছি। যোগাযোগ করতে পারলেই আপডেট জানাবো।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায় নি।

ইত্তেফাক/এমএএস