আগামী ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো ‘জামাল নজরুল ইসলাম-এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন উৎসব’ আয়োজন করা হচ্ছে। ওই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ছয় ঘণ্টাব্যাপী এ উৎসব হবে।
জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার ফর ম্যাথেমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির যৌথ উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, উৎসবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রামের ভেতরে ও বাইরে প্রায় শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভাগ, গবেষণাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এ আয়োজনের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনের প্রচার-প্রসার, শিক্ষার্থী ও গবেষকদের গবেষণার প্রতি আগ্রহী করে তোলা এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তাধারা তুলে ধরা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মুহাম্মদ ইয়াহইয়া আখতার। এছাড়াও উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, প্রক্টরসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।
এ আয়োজনে দেশের বিভিন্ন গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও পরিবেশবিদরা উপস্থিত থাকবেন। তারা গবেষণা ও উদ্ভাবন সমূহ উপস্থাপন করবেন এবং আলোচনায় অংশ নেবেন। শিক্ষার্থীদের জন্য থাকছে পোস্টার প্রেজেন্টেশন, প্রযুক্তি প্রদর্শনী এবং গবেষণা উপস্থাপনার ব্যাপক আয়োজন।
উৎসবের বিশেষ আকর্ষণ 'সায়েন্স টক' যেখানে শীর্ষস্থানীয় গবেষকরা সমসাময়িক গবেষণা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন। আলোচনায় মূল বিষয়বস্তু হবে বিজ্ঞানের বিভিন্ন শাখায় চলমান গবেষণা, নতুন প্রযুক্তির উদ্ভাবন ও উদ্ভাবনী কার্যক্রমের ভবিষ্যৎ দিকনির্দেশনা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য থাকছে স্টল সুবিধা। গবেষণা উপস্থাপন, প্রযুক্তি প্রদর্শনী, বিশেষ বক্তৃতা ও নেটওয়ার্কিং সেশন এ আয়োজনকে আরও প্রাণবন্ধ করবে। এটি চট্টগ্রাম অঞ্চলের গবেষণা ও উদ্ভাবনের গতিকে আরও ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের শেষে 'জামাল নজরুল ইসলাম গবেষণা অ্যাওয়ার্ড' বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এতে সেরা গবেষকদের সাতটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।
উল্লেখ্য, 'জামাল নজরুল ইসলাম এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন উৎসব ২০২৫’ দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে। জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার ফর ম্যাথেমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স এ আয়োজনের মূল দায়িত্ব পালন করছে।