মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৩:১৩

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে খেলার জন্য হামজা চৌধুরী বাংলাদেশে আসবেন খেলার ছয় দিন আগে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের প্রথম ম্যাচ ২৫ মার্চ, খেলা হবে ভারতের শিলংয়ে। হামজা আসবেন ১৮ মার্চ, জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান। 

বাংলাদেশ দল সৌদি আরবে যাবে কন্ডিশনিং ক্যাম্প করতে। সেখান থেকে ফিরলে হামজা দলের সঙ্গে যোগ দেবেন। বাফুফেকে জানানো হয়েছে হামজা বাংলাদেশে আসবেন তার পরিবার নিয়ে। এক দিনের জন্য সিলেটে যাবেন। তার মায়ের বাড়িতে। হামজার বাবা দেওয়ান মোরশেদ বাংলাদেশে এসেছেন। তিনি বৃহস্পতিবার দুপুরে বাফুফে ভবনেও গিয়েছিলেন। ওখানেই বাফুফের সদস্য ইমতিয়াজ হামিদ সবুজকে জানিয়েছেন, হামজা কী করতে চান। 

জানা গেছে, হামজা বাংলাদেশে এলে একটা দিনের জন্য সিলেটে ঘুরতে যাওয়ার বিষয়টা যেন বাফুফে মাথায় রাখে। সিলেট থেকে ঢাকায় ফিরবেন নাকি সিলেট থেকে শিলং যাবেন সেটি গুরুত্ব দিচ্ছে বাফুফে। হামজা যেভাবে চাইছে সেভাবেই কাজ করার চেষ্টা করছে বাফুফে। সেভাবেই পরিকল্পনা করার চেষ্টা করা হচ্ছে। 

হামজা খুব অল্প সময়ের জন্য আসবেন এবং ফিরেও যাবেন। তাই তিনি দলের সঙ্গে রিপোর্ট করবেন খেলার কয়েক দিন আগে। গতকাল অন্যান্য ফুটবলার রিপোর্ট করেছেন হোটেলে। আজ থেকে অনুশীলন শুরু হবে বসুন্ধরা কিংসের মাঠে। ম্যানেজার আমের খান জানিয়েছেন, হামজা এবং ইতালির ফাহামেদুল ইসলাম ছাড়া সবাই রিপোর্ট করেছেন। সাদ উদ্দিন আগেই চিঠি দিয়েছিল অনুশীলনের দিন রিপোর্ট করবেন তিনি।

ইত্তেফাক/জেডএইচ