রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

স্ত্রীকে নিয়ে মার্কিন সফরে তাহসান

আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৪:৪৬

দেশের জনপ্রিয় তারকা তাহসান খান হঠাৎ করেই বেশ আলোচনায়। তবে এবার গান কিংবা অভিনয়ের জন্য নয়, বরং তার ব্যক্তিগত জীবনের কারণে তিনি এবার শিরোনামে উঠে এসেছেন।

সম্প্রতি তার দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদের সঙ্গে আমেরিকায় ছুটি কাটানোর কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে।  

শুক্রবার(২৮ ফেব্রুয়ারি), তাহসান কোনো ছবি কিংবা ভিডিও পোস্ট না করলেও স্ত্রী রোজা আহমেদ তার ফেসবুক পোস্টে নিউইয়র্কে মনোরম পরিবেশে কাটানো বেশকিছু ছবি ও একটি ভিডিও ছবি শেয়ার করেছেন। সেখানে ভেসে ওঠে তাদের দুজনের কাটানো কিছু ‘সুন্দর মুহূর্ত’।

এ সময় তাহসান-রোজা দম্পতির চোখে-মুখে দেখা যায় রোম্যান্টিক আবহ। যা প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের। 

ক্যাপশনে ইংরেজিতে লিখেছেন, ‘A peaceful escape, A glimpse of heaven.’ অর্থাৎ, ‘একটা শান্তিপূর্ণ অবকাশ, স্বর্গের এক ঝলক।’

এতে ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়। কেউ কেউ মনে করছেন, এটি তাদের আরেকটি মধুচন্দ্রিমা, আবার অনেকের মতে, দাম্পত্য জীবনের আরেকটি নতুন অধ্যায় উপভোগ করছেন তারা।

তাহসান ও রাফিয়াত রশিদ মিথিলার বিচ্ছেদ ছিল বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম আলোচিত ঘটনা। দীর্ঘ ১১ বছরের সংসার জীবনের পর ২০১৭ সালে তারা আলাদা হয়ে যান। যদিও বিচ্ছেদের পর মিথিলা ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সাথে নতুন করে ঘর বাঁধেন।

তবে, তাহসান তার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন নি। কিন্তু তাই বলে তার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন থেমে থাকেনি ভক্তদের মাঝে। ২০২৩ সালের দিকে তাহসান খান ও তাসনিয়া ফারিণের প্রেমের গুঞ্জন উঠেছিলো। কিন্তু, তাসনিয়া ফারিণ বিদেশে কর্মরত শেখ রেজওয়ানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ভক্তদের গুঞ্জনকে মিথ্যা প্রমাণিত করে। 


 
এরপর অনেক কানাঘুষার পর গত ৪ জানুয়ারি তাহসান খান আর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের পরপরই নানা আলোচনা-সমালোচনা শুরু হয় এই বিয়ে নিয়ে। বিশেষ করে রোজার ভাত খাওয়ার ভিডিও। তবে এসব সমালোচনা পাশে রেখে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন নতুন এ দম্পতি।  

 

তাহসান ও রোজার এই সফর নিয়ে ভক্তদের প্রতিক্রিয়া মিশ্র। অনেকেই নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ কেউ এখনো মিথিলার সঙ্গে তাহসানের পুরনো সম্পর্ক মনে করে বিষাদগ্রস্ত।

 একজন ভক্ত মন্তব্য করেছেন, “তাহসান ভাই যেখানেই থাকুন, ভালো থাকুন। তবে আমরা এখনো তাহসান-মিথিলার রসায়ন মিস করি।”

অন্যদিকে আরেকজন লিখেছেন, “নতুন জীবনে শুভ কামনা, তাহসান ভাই! রোজা আপুর সঙ্গে অনেক সুখে থাকুন।”

 

তাহসান এখন তার নতুন দাম্পত্য জীবনকে উপভোগ করছেন এবং সেটির ঝলকই দেখা যাচ্ছে তাদের ঘুরতে যাওয়ার মুহূর্তগুলোতে।

পিএস/এএস