আরব আমরিতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলে গতকালই ঢাকায় ফিরেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। দুই ম্যাচ খেলতে গিয়েছিলেন তারা। একটি ফিফা ম্যাচ অন্যটি প্রীতি ম্যাচ। দুটোতেই ৩-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশের নারী ফুটবল দল। বাংলাদেশের গোল দুটি করেছেন নতুন অধিনায়ক আফঈদা খন্দকার।
দুই ম্যাচ হারলেও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সব খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন। গতকাল দুপুরে নারী ফুটবলারদেরকে ডেকে নিয়ে কথা বললেন। পারফরম্যান্স কেমন হয়েছে তা নিয়েও কথা হয়েছে। তবে কাউকে মন খারাপ না করার পরামর্শ দিয়েছেন তিনি। সবাইকে চাঙ্গা থাকার পরামর্শ দিয়েছেন বাফুফে সভাপতি। আগামীতে আরও ম্যাচ খেলার সুযোগ আসবে। তখন আরও ভালো পারফরম্যান্স করতে হবে, সেসব নিয়ে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন তিনি।
সাবিনা, সানজিদারা ছুটিতে গেছেন। আরব আমিরাত থেকে ফেরা খেলোয়াড়রা আজ ছুটিতে যাবেন। ফুটবল ক্যাম্প শুরু হবে ঈদের পর। নতুন করে সবাইকে ক্যাম্পে ডাকা হবে। তখন বিদ্রোহ করা ফুটবলারদেরকেও কল করা হবে।
তবে এতো লম্বা ছুটির পক্ষে না নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার। তিনি মনে করেন লম্বা ছুটি দেওয়া হলে পারফরম্যান্স খারাপ হয়ে যায়। যতটুকু অর্জন করা হয়েছে তা আবার নিচে নেমে যায়। সাবিনারা পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে অনুশীলন বর্জন করেন। তাদেরকে ছাড়াই নতুন দল নিয়ে প্রথমবার বিদেশে খেলে এলো বাংলাদেশ।