রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

নাক থেকে খুলে গেল ৭৪ কোটির নথ, হারানোর আগেই ধরে ফেললেন নীতা আম্বানি

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১৭:৫২

গেল বছর ১২ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে রাজকীয় আমেজে অনুষ্ঠিত হয় মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে। কে না ছিলেন সেই বিয়েতে! এসেছিলেন দেশ-বিদেশের নামকরা সব তারকারা। তাদের মধ্যে ছিলেন হলিউড তারকা কিম কার্দাশিয়ান ও ক্লোয়ি কার্দাশিয়ান।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ‘দ্য কার্দাশিয়ানস’-এর একটি পর্বে কিম ও ক্লোয়ি তাদের ভারত সফর নিয়ে কথা বলেন। সেই পর্বের একটি মুহূর্তে দেখানো হয়, আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে তারা দুই বোন অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন। এ সময় তারা কথা বলছিলেন নীতা আম্বানির সঙ্গে। আর তাদের সঙ্গে কথা বলতে বলতেই নীতা আম্বানির নাকে থাকা পান্নার নথটি হঠাৎ করে খুলে যায়। আর নীতা বুঝতে পেরে দ্রুত নথটি মাটিতে পড়ার আগেই ধরে নেন, এবং হাসেন। সেই মুহূর্তটি ক্যামেরায়ও ধরা পড়ে যায়। ফ্যান পেজে উঠে এসেছে সেই মুহূর্তটি।

ছেলের বিয়ের অনুষ্ঠানে হলিউড তারকা কিম কার্দাশিয়ান ও ক্লোয়ি কার্দাশিয়ানের সঙ্গে নীতা আম্বানি। ছবি: সংগৃহীত  

তবে কার্দাশিয়ানদের সেই অনুষ্ঠানে কিমের গলার হার থেকে একটি হীরা খসে পড়ে যায়। আর সেই ভিডিওটিও ভাইরাল হয়। সেখানে নেটিজেনরা লেখেন, ‘শুধুমাত্র কোটিপতিরাই হীরা হারিয়ে ফেলছেন।’

এদিকে, শুধু নীতা আম্বানির পান্নাই নয়, ওই একই দিনে একই অনুষ্ঠানে কিমের গলার হার থেকে একটি হীরা খসে পড়ে যায়। সেই মুহূর্তটিও ক্যামেরায় ধরা পড়েছে। কিন্তু ভিড় ও ব্যস্ততার কারণে কিম সেটা খেয়াল করেননি। পরে তার বোন ক্লোয়ি-ই  প্রথম খেয়াল করেন যে একই নেকলেস থেকে একটি হীরা নিখোঁজ। আর তখন ক্লোয়িকে বলতে শোনা যায়, ‘কিম, ওটার একটা ডায়মন্ড মিসিং (হারিয়েছে)!’ কিমও তাতে আতঙ্কিত হয়ে বলেন, ‘ওএমজি, আমাকে এবার এর মূল্য গুনতে হবে!’

তবে যদি সেদিন নীতা আম্বানি তার নথটি হারিয়ে ফেলতেন- সেটির মূল্য চোকাতে হলে নীতাকে গুনতে হতো আনুমানিক ৫৩ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ কোটি টাকা।

প্রসঙ্গত, অনন্ত-রাধিকার আশীর্বাদ অনুষ্ঠানে কিম কার্দাশিয়ান একটি কাস্টম-মেড স্টাইলাইজড এবং এমব্রয়ডারি করা ডাস্টি রোজ সুন্দর একটি শাড়ি পরেছিলেন। তিনি ওই একই অনুষ্ঠানে সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে একটি সেলফি তুলেছিলেন এবং তার ইনস্টাগ্রাম স্টোরিতে সেটা শেয়ারও করেছিলেন।

ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, তার স্ত্রী লতা, সালমান খান, শাহরুখ খান, তার স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান, আলিয়া ভাট, রণবীর কাপুর সহ বলিউডের বহু বাঘা বাঘা তারকারা।

ইত্তেফাক/এসএ