ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে বিষয়টা জানা যায়।
বহিষ্কৃত দুই শিক্ষার্থীর নাম বিকর্ণ দাশ দিব্য এবং প্রণয় কুন্ডু। বিকর্ণ দাশ দিব্য ঐ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং প্রণয় কুন্ডু ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, গত শুক্রবার নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। তাদেরকে বিভাগ থেকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। তাদের কারণ দর্শানো নোটিশের জবাব দিলেও সেটি সন্তোষজনক হয়নি বলে জানানো হয়। এই বিষয় নিয়ে আজ ডিসিপ্লিন বোর্ডের জরুরি মিটিং হয়। মিটিংয়ে দুই শিক্ষার্থীকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (১৪ মার্চ) রাতে ইসলাম ধর্ম অবমাননা নিয়ে বিকর্ণ দাশ দিব্য এবং প্রণয় কুন্ডুর ফেইসবুক পোস্ট এবং কমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঐ রাতে ঐ দুই শিক্ষার্থীর বহিষ্কারের দাবিতে ক্যাম্পাস বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। ঐ দিন রাতেই বিষয়টি নিয়ে দুই শিক্ষার্থীকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। আজ জরুরি ডিসিপ্লিন বোর্ড মিটিংয়ে ঐ দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেন প্রশাসন।