শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

‘ওই কিরে’, আদনানের পোস্টে মেহজাবীনের মধুর জবাব

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৭:২৮

সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে ভাইরাল হয়েছেন এক তরমুজ বিক্রেতা। ‘ওই কিরে ওই কিরে’, ‘মধু রসমালাই’ আরও নানা মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি। তরমুজ বিক্রেতার এই বচনগুলো নিয়ে মেতে উঠেছে নেটিজেনরা। এবার সাম্প্রতিক এই বিনোদনে অংশ নিলো শোবিজঅঙ্গনও। নতুন দম্পতি আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরীও মাতলেন ‘ওই কিরে ওই কিরে’ আবহে!

সদ্যই বেশ জাঁকজমক আয়োজনে দীর্ঘদিনের প্রেমের পরিণয় ঘটিয়েছেন পরিচালক আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন। বিয়ের অনুষ্ঠানে ছিল তাদের আদর-আবেগমাখা নানান সুন্দর মুহূর্ত। তারই একটি ভিডিওচিত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন রাজীব। কিন্তু তা দেখে যেন আর হাসি ঠেকাতে পারছেন না নেটিজেনরা।

আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী দম্পতি। ছবি: সংগৃহীত

ভিডিওটিতে দেখা যায়, বিয়ের পোশাকে থাকা মেহজাবীনের মাথা থেকে ঘোমটা সরিয়ে নিচ্ছেন আদনান। এ সময়ের দুজনের চোখে মুখে আনন্দ-হাসি। মেহজাবীনের কপালে চুমুও এঁকে দেন আদনান। আশেপাশের অতিথিরাও এ দেখে আপ্লুত।

ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে সেই তরমুজ ব্যবসায়ীর বচন- ‘আল্লাহ তুমি ইজ্জত রাইখো, ওই কিরে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই কিরে।’

ভিডিওটির ক্যাপশনে দুবার মাশাআল্লাহ-ও লিখেছেন আদনান। আর সেখানকার মন্তব্যঘরে সাড়া দিতেও দেখা গেছে মেহজাবীনকে। লিখেছেন, ‘এইসব কি রে’!

বলা বাহুল্য, মেহজাবীন-আদনানকে এভাবে সেই ভাইরাল বিক্রেতার মন্তব্য নিয়ে মেতে ওঠা নিয়ে মজা নিয়েছেন তাদের অনুরাগীরাও। মেহজাবীনকে উদ্দেশ্য করে এক নেটিজেন লিখেছেন- ‘মধু মধু’, আরেকজন আদনানকে উদ্দেশ্য করে লিখেছেন- ‘ভাই জিতসেন’!

ইত্তেফাক/এসএ