রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

নতুন শুরুর দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ পাকিস্তান, সহজ জয় নিউজিল্যান্ডের  

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১২:০৩

নতুন শুরুর স্বপ্ন নিয়ে মাঠে নামলেও দ্বিতীয় ম্যাচেও কোনো পরিবর্তন আনতে পারল না পাকিস্তান। প্রথম ম্যাচে ৯১ রানে গুটিয়ে যাওয়া দলটি এবার ১৩৫ রান করলেও ম্যাচের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি। বরং নিউজিল্যান্ড ১১ বল হাতে রেখেই ৫ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে।  

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।  

লক্ষ্য ছিল মাত্র ১৩৬ রান। তবে প্রথম ওভারেই কোনো রান নিতে পারেনি কিউইরা। কিন্তু এরপরই শুরু হয় ছক্কার ঝড়! পরের ১২ বলে ৭টি ছক্কা হাঁকান দুই ওপেনার টিম সাইফার্ট ও ফিন অ্যালেন।  

সাইফার্ট ও অ্যালেনের বিধ্বংসী শুরুর পর ম্যাচ একপ্রকার একপেশে হয়ে যায়। মাত্র ২৯ বলে ৬৬ রানের জুটি গড়ে কিউইদের সহজ জয়ের ভিত গড়ে দেন তারা।  

এই মাঠে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১২৫ বল খেলে ৩১টি ছক্কা মেরেছেন অ্যালেন। পাকিস্তানের বিপক্ষেই ৭৮ বলে হাঁকিয়েছেন ২১টি ছক্কা! 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। হাই রিস্ক ক্রিকেট খেলতে গিয়ে ১৯ রানেই দুই ওপেনার হাসান নওয়াজ ও মোহাম্মদ হারিসকে হারায় দলটি।  

অধিনায়ক সালমান আগার একাই চেষ্টা করেন দলকে এগিয়ে নিতে। তার ২৮ বলে ৪৬ রানের ইনিংসের সঙ্গে শাদাব খানের ১৪ বলে ২৬ রানের ক্যামিও মিলিয়ে কোনোভাবে ১৩৫ রান সংগ্রহ করে পাকিস্তান।  

কিন্তু এই স্কোর প্রতিদ্বন্দ্বিতার জন্য যথেষ্ট ছিল না, বিশেষ করে নিউজিল্যান্ডের বিধ্বংসী ব্যাটিং লাইনআপের সামনে।  
 
প্রথম দুই ম্যাচে বাজেভাবে হেরে সিরিজ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পাকিস্তান। সিরিজে টিকে থাকতে হলে পরবর্তী ম্যাচে জয় পাওয়া ছাড়া কোনো বিকল্প নেই বাবর আজমদের দলের সামনে।

ইত্তেফাক/টিএইচ