দীর্ঘ অপেক্ষা শেষে বাংলাদেশে পা রেখেছেন হামজা চৌধুরী। এর আগেও বাংলাদেশে এসেছেন তিনি। তবে জাতীয় দলের হয়ে খেলার লক্ষ্য নিয়ে এবারই প্রথম এসেছেন হামজা। তাই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলারকে নিয়ে উন্মাদনায় মেতেছে পুরো দেশ।
সোমবার (১৭ মার্চ) বাংলাদেশে নেমেই নিজ এলাকা সিলেটে চলে যান হামজা। তাকে এক নজর দেখতে ভিড় জমান ভক্তরা। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন হামজা। একজন ফুটবলারের জন্য পুরো দেশের এমন উন্মাদনায় বিস্ময় প্রকাশ করেছে ফুটবল বিশ্ব।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে বর্তমানে ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে খেলছেন হামজা। লেস্টারভিত্তিক গণমাধ্যম লেস্টার মার্কারির ফুটবল প্রতিবেদক জশ হল্যান্ডের টুইটেও ছিল হামজা। নিজ দেশে লেস্টার সিটির এই মিডফিল্ডারের এই উন্মাদনার খবর নিজের এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন এই সাংবাদিক।
বাংলাদেশের হয়ে হামজার অভিষেক হতে যাচ্ছে ভারতের বিপক্ষে। আগামী ২৫ মার্চ শিলংয়ে হবে সেই ম্যাচ। ভারতেরও তাই নজর ছিল বাংলাদেশি এই ফুটবলারের দিকে। ইএসপিএন ইন্ডিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে জায়গা করে নিয়েছেন হামজা। ক্রীড়া বিষয়ক আরেক ওয়েবসাইট রেভস্পোর্টজেও আছে হামজার খবর। ভারতের ফুটবল বিশ্লেষকরাও ব্যস্ত ছিলেন হামজাকে নিয়ে।
ইন্দোনেশিয়া, ইংল্যান্ড এবং স্পেন থেকেও আছে হামজা সংক্রান্ত টুইট। এমনকি আর্জেন্টিনার সাংবাদিকের টুইট অ্যাকাউন্টেও আছে হামজা চৌধুরী নিয়ে বাংলাদেশি ভক্তদের উন্মাদনার খবর।