মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ফাহমিদুলের বাদ পড়ার কারণ জানালেন ক্যাবরেরা 

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৩:৫৫

ভারত ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ডাক পান ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। যা ছিল বেশ চমকপ্রদ। তবে সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্প শেষে বাদ পড়েছেন এই প্রবাসী ফুটবলার। 

সৌদি আরবের তায়েফে জাতীয় দলের সঙ্গে সপ্তাহ খানেক ক্যাম্প করেন ফাহমিদুল। হামজা চৌধুরীর মতো তাকে নিয়েও ছিল বেশ প্রত্যাশা। সৌদিতে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন ইতালি প্রবাসী এই ফুটবলার। 

মঙ্গলবার (১৮ মার্চ) সৌদি আরবের তায়েফ থেকে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে দেশে ফিরেননি ফাহমিদুল। সৌদি থেকেই ইতালিতে ফিরে গেছেন তিনি।

ফাহমিদুলের ফিরে যাওয়া প্রসঙ্গে জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরও কিছু সময় প্রয়োজন।’

১৮ বছর বয়সী ফাহমিদুল প্রতিভাবান হলেও এখনই জাতীয় দলের জন্য পর্যাপ্ত মনে করছেন না ক্যাবরেরা। তিনি বলেন, ‘সৌদির অনুশীলনটা দলের সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে (ফাহমিদুল) ভালও করেছে। তবে এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরও সময় প্রয়োজন।’

ইত্তেফাক/জেডএইচ