বলিউডের বাদশাহ শাহরুখকে শেষ বড় পর্দায় দেখা গেছে ২০২৩ সালে ‘ডানকি’ ছবিতে। আবার একটা লম্বা বিরতি নিয়েছেন তিনি। আপাতত তার সিনেমা বলতে মেয়ে সুহানা খানের সঙ্গে জুটি বেঁধেছেন ‘কিং’ ছবিতে। যেখানে অভিনয় করবেন অভিষেক বচ্চনও।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার খলনায়কের চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা হচ্ছে যে তিনি নাকি কাজ করতে প্রস্তুত ‘পুষ্পা টু’র পরিচালকের সঙ্গে।
যদি দুইয়ে দুইয়ে চার হয় তাহলে শাহরুখ এই সিনেমাতে একজন অ্যান্টি-হিরোর ভূমিকায় থাকবেন। প্রতিবেদনে বলা হয়, ‘এই গল্পে জাতপাত এবং শ্রেণি নিপীড়নের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলো তুলে ধরা হবে, যা বাণিজ্যিক ধারার সঙ্গে এটা গভীরতা এবং প্রাসঙ্গিকতা যোগ করবে। কিং খান একজন অ্যান্টি-হিরো চরিত্রে অভিনয় করবেন, তবে এটি একটি গ্রাম্য রাজনৈতিক অ্যাকশন ড্রামা হবে, যেখানে তাকে একদম দেশি অবতারে দেখানোর কথা ভাবা হচ্ছে।’
বলে রাখা ভালো, কিং খান তার সিনেমার ক্যারিয়ারের শুরুতেই কিন্তু ‘ডর’, ‘বাজিগর’-এর মতো সিনেমায় অ্যান্টি-হিরো হিসেবে দর্শকদের মাঝে ধরা দিয়েছেন। ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এ তার অ্যাকশনও একইভাবে উঠে এসেছিল আলোচনায়। তাই ‘পুষ্পা ২’-র পরিচালক সুকুমারের সঙ্গে জুটি বাঁধলে, তা মোটেও মন্দ হবে না।
সুকুমারের হাতে ‘আরসি ১৭’,‘পুষ্পা ৩’ ও ‘র্যাম্পেজ’ ও এক রোমান্টিক ড্রামা ছবি আছে। এদিকে শাহরুখ ব্যস্ত থাকবেন ‘কিং’ ও ‘পাঠান ২’ নিয়ে। শাহরুখ আর সুকুমারের জুটি দেখার জন্য সিনেমাপ্রেমীদের প্রায় দুই বছর মতো অপেক্ষা করতে হতে পারে।