এমনিতেই ওরির জীবনযাত্রা নিয়ে উৎসাহের অন্ত নেই নেটপাড়ার বাসিন্দাদের। মাত্র তিন চার বছরের মধ্যে প্রভাবশালী হয়ে উঠেছেন ওরি ওরফে ওরহান আওয়াত্রামানি। যিনি বলি তারকাদের ‘সুজন’ বলেই পরিচিত।
আম্বানীদের বাড়ির বিয়ে হোক, কিংবা বলি নায়িকার সাধের অনুষ্ঠান, বলিউডের যে কোন উদ্যাপনে তার উপস্থিতি অবধারিত। সেই ওরিকে এবার আটক করল জম্মু-কাশ্মীর পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওরির বিরুদ্ধে বৈষ্ণোদেবীর মন্দিরের কাছে মদ্যপানের অভিযোগে উঠেছে। এসময় তার সঙ্গে তার সাত বন্ধুও উপস্থিত ছিল। জানা গেছে, সাত জন বন্ধুসহ কাটরায় গিয়েছিলেন ওরি। সেখানকার কটেজ স্যুট এলাকায় মদ্যপান করছিলেন তারা। জায়গাটিকে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান হিসেবে মান্যতা দেওয়ায় সেখানে আমিষ খাবার ও মদ্যপানের ব্যাপারে নিষেধ রয়েছে। সেই নিয়মই লঙ্ঘন করেন ওরি।
কাটরা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। যেখানে ওরিসহ তার সাত বন্ধু দর্শন সিংহ, পার্থ রায়না, ঋত্বিক সিংহ, রাশি দত্ত, রক্ষিতা ভোগল, শাগুন কোহলি এবং এক রাশিয়ান নাগরিক আরজামাস্কিনাকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়েছে।
রিয়াসি পুলিশের একজন কর্মকর্তা এই প্রসঙ্গে টাইমস নাউকে বলেন, ‘বিষয়টি তদন্তের জন্য এসপি কাটরা, ডেপুটি এসপি কাটরা এবং এসএইচও কাটরার তত্ত্বাবধানে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ওরি সহ সকল অভিযুক্ত ব্যক্তিকে নোটিশ পাঠানো হবে, সেই নোটিশে তাদের তদন্তে যোগদানের নির্দেশ দেওয়া হবে।’
এসএসপি রিয়াসি আরও বলেন, ‘যে কেউ আইন লঙ্ঘন করবে, বিশেষ করে ধর্মীয় স্থানে মদ্যপান বা মাদক সেবনের মতো কার্যকলাপে লিপ্ত হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’