শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ক্রিকেটাঙ্গনেও লেগেছে হামজার হাওয়া 

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৬:৪৫

হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলবেন, সেজন্য দীর্ঘদিন ধরে ভক্তরা অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। শিগগিরই লাল-সবুজের জার্সিতে মাঠে নামছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। 

গতকাল বাংলাদেশে এসেছেন তিনি। ঢাকায় জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। সে খবরে সারা দেশ এখন তোলপাড়। হামজার আগমনের হাওয়া লেগেছে ক্রিকেটাঙ্গনেও। অনেকেই সাকিব আল হাসানের সঙ্গে তার নাম যুক্ত করে বিভিন্ন প্রাসঙ্গিকতা টানার চেষ্টা করছেন। ক্রিকেটাররাও হামজার বিষয়ে উৎসাহ-উদ্দীপনা দেখাচ্ছেন, শুভকামনা জানাচ্ছেন। 

গতকাল মুশফিকুর রহিম সামাজিক মাধ্যমে হামজার ছবি শেয়ার করে শুভকামনা জানিয়েছেন। লেগ স্পিনার রিশাদ হোসেনের ফেসবুক থেকে লেখা হয়েছে, 'বাংলাদেশে আপনাকে স্বাগতম, অনেক অনেক শুভকামনা, এগিয়ে যাক বাংলাদেশ ফুটবল দল।' 

এ দিকে হামজা বাংলাদেশের হয়ে মাঠে নামার আগেই শোরগোল তৈরি হয়েছে, সাকিবকে ছাপিয়ে তিনিই কি দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা? এমন তুলনা অবশ্য হামজার পছন্দ হয়নি। তিনি সাকিবকেই এগিয়ে রেখেছেন। সাকিবের বিষয়ে হামজা বলেছেন, 'আমার মনে হয় না আমি ঐ পর্যন্ত যেতে পেরেছি (সাকিবের জনপ্রিয়তা নিয়ে)। সাকিব আল হাসান মেগাস্টার। তিনি বিশ্ব ক্রীড়াঙ্গনে অনেক বছর ধরে প্রভাব বিস্তার করেছে। সুতরাং তার সঙ্গে তুলনা করাটা ঠিক বলে আমার মনে হয় না।'

ইত্তেফাক/জেডএইচ